বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা শিফটে কাজ করার চাহিদা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অভিনেত্রী মা হওয়ার পর অভিনয় নিয়ে বেশ কিছু শর্ত চাপিয়েছিলেন, যার অন্যতম হচ্ছে— ৮ ঘণ্টার শিফট। এর বেশি তিনি করবেন না। এ নিয়েই নায়িকার ঝামেলা বাঁধে দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও কল্কি নির্মাতাদের সঙ্গে। শুরুতে স্পিরিট এবং হালে কল্কি ২৮৯৮ এডির সিক্যুয়াল থেকে ‘বাদ পড়েন’ দীপিকা।
অনেকের চোখে দীপিকার দাবি ন্যায়সঙ্গত, অনেকে আবার এটাকে ‘বাড়াবাড়ি’ বলেও ব্যাখ্যা করেছেন।
এবার এ নিয়ে দীপিকা নিজেই কথা বলেছেন। সিএনবিসি টিভি১৮-এর অনুষ্ঠানে অভিনেত্রী বলেন, একজন নারী হিসাবে, যদি এটা কারুর কাছে অনায্য দাবি ঠেকে, তাহলে তাই। তবে এটি কোনো গোপন বিষয় নয় যে, অনেক সুপারস্টার, পুরুষ সুপারস্টার বছরের পর বছর ধরে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিনে ৮ ঘণ্টা কাজ করছেন এবং এটি কখনো শিরোনামে আসেনি।
দীপিকা বলেন, আমি নাম নিতে চাই না, যাতে এটা বড় ইস্যু হয়ে যায়। তবে এটি সুপরিচিত যে পুরুষ অভিনেতারা আছেন, যারা বহু বছর ধরে দিনে ৮ ঘণ্টা কাজ করছেন, অনেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দিনে কাজ করেন, উইকএন্ডে কাজ করেন না।
অভিনেত্রী বলেন, আমি অনেক স্তরে এটা করেছি এবং এটা আমার কাছে নতুন নয়। নায়ক-নায়িকার পারিশ্রমিকের পার্থক্য নিয়েও আমাকে মোকাবিলা করতে হয়েছিল। আমি জানি না এটাকে কী বলব। তবে আমি সেসব মানুষের মধ্যে একজন যারা নীরবে নিজের লড়াইটা করতে পছন্দ করেন।
প্রসঙ্গত, স্পিরিটে দীপিকার জায়গা নিয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। অন্যদিকে কল্কিতে দীপিকার বদলি কে হবেন তা এখনো স্পষ্ট নয়। তবে আপতত মেয়ে দুয়াই দীপিকার ধ্যানজ্ঞান।
কেএন/টিকে