অবকাঠামো উন্নয়ন রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশন এলাকার অনুকূলে অর্থ বরাদ্দ করেছে উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য দশটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) এই বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বিষয়টির অনুমোদন দিয়ে একটি অফিস আদেশ জারি করেছেন ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান।
সচিব জানান, অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি বাস্তবায়নে এ কর্মসূচির অর্থ ব্যয়ে প্রচলিত সব আর্থিক বিধি বিধান ও টিআর কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-২০২১ এ বর্ণিত অনুশাসনাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে। বরাদ্দ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে পিএলসি গঠন করে আনুষঙ্গিক কাজ শুরু নিশ্চিত করতে হবে। অব্যয়িত টাকা যথাসময়ে ফেরত প্রদান নিশ্চিত করতে হবে
তিনি জানান, প্রস্তাবিত টাকা সরেজমিনে পরিদর্শনপূর্বক বরাদ্দকৃত অর্থ ছাড় করতে হবে। প্রি-ওয়ার্ক মেজারমেন্ট, প্রাক্কলন (কেবলমাত্র মাটির কাজের জন্য) প্রকল্পের সম্পদ ছাড় করা যাবে না। প্রি-ওয়ার্ক ডকুমেন্টের ছবি তুলে রাখা, ভিডিও সফটকপি সিডি আকারে সংরক্ষণ করা, যাতে কর্মোত্তর জরিপের একটি তুলনা করা সম্ভব হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রচলিত বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রকল্প সুষ্ঠু বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি, জবাবদিহিতার আওতায় এনে সর্বসাধারণের নিকট তা দৃশ্যমান করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় মসজিদ, মন্দির রক্ষণাবেক্ষণ উন্নয়ন প্রকল্পে ইমাম, পুরোহিতকে পিআইসির সভাপতি করতে হবে।
টিজে/টিকে