কানাডা সুপার সিক্সটিতে টরেন্টো সিক্সার্সকে ৫ উইকেটে হারিয়েছে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। আগে ব্যাট করে জেসন রয়, অ্যালেক্স হেলসদের ঝড়ো ইনিংসে ভর করে ৪ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে টরেন্টো সিক্সার্স। উইকেটের দেখা পেয়েছেন সাকিব। জবাবে সাকিব ব্যর্থ হলেও দিলপ্রিতের ঝড়ে জয় পেয়েছে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স।
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন জেসন রয় ও অ্যালেক্স হেলস। ঝড় ব্যাটিংয়ে ৭ ওভারের মধ্যেই ৬০ রান তুলে ফেলে টরেন্টো। জেসন রয়কে ফিরিয়ে জুটি ভাঙেন রায়ান হিগিনস। ২৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪১ রান করেন তিনি। পরের ওভারে ড্যানিয়েল স্যামসের উইকেট হারায় টরেন্টো। এরপর অষ্টম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। নিজের দ্বিতীয় বলেই বোল্ড করেন নবনিগ ঢালিওয়ালকে।
যদিও এরপরই সাকিব চার-ছক্কা হাঁকান সুরেশ রায়না। ১৪ রান খরচ করেন এই তারকা। শেষদিকে ৮ বলে ১৯ রান করেন রায়না। নির্ধারিত ১০ ওভারে টরেন্টোর সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১০৩ রান। ব্যাটিংয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। প্রথম ওভারে হ্যাটট্রিক করেন ড্যানিয়েল স্যামস। গোল্ডেন ডাক হন সাকিব। ওভারটি মেডেন দেন এই অজি তারকা। এরপর টম মুরস আউট হলেও দিলপ্রীত বাজওয়া ঝড় তোলেন।
শ্রেয়াস মোভভার সাথে ৬৭ রানের জুটি গড়েন দিলপ্রীত। মাত্র ১৫ বলে ফিফটির দেখা পান এই ক্রিকেটার। নবনিত ঢালিওয়ালের এক ওভারে ৩৫ রান তোলেন দিলপ্রিত। শেষদিকে নিক হবসন ৩ বলে অপরাজিত ১১ রান করে দলের জয় নিশ্চিত করেন। ২২ বলে অপরাজিত ৬৮ রান করেন দিলপ্রিত বাজওয়া।
এসএস/এসএন