আসন্ন বিশ্বকাপে ৩ দলকে ফেভারিট বললেন ইংল্যান্ড কোচ

ফুটবলের সবচেয়ে অভিজাত ও আকর্ষণীয় টুর্নামেন্ট বিশ্বকাপ। সেখানে বিজয়ী দল পরবর্তী চার বছর সেরা দল হিসেবে তো বিবেচিত হয়–ই, ইতিহাসের পাতায় তাদের গৌরবগাঁথা লেখা থাকে। ২০২৬ সালে ফিফার এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া আসরে কারা ফেভারিট– সেই হিসাব-নিকাশ এখনও শুরু হয়নি। তবে গণমাধ্যমের প্রশ্নে নিজের মতামত জানালেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল।

বৃহস্পতিবার এক প্রীতি ম্যাচে ইংল্যান্ড ৩-০ গোলে ওয়েলসকে হারায়। ইতোমধ্যে খেলেছে বিশ্বকাপ বাছাইয়ের ৫টি ম্যাচও, যেখানে সবকটিতেই জিতেছে টুখেলের শিষ্যরা। তা সত্ত্বেও পা মাটিতেই রাখছেন ইংলিশ কোচ। বিশেষ করে বিশ্বকাপের প্রশ্নে নিজের দলকে ‘আন্ডারডগ’ হিসেবে দাবি করলেন টুখেল। তাহলে কারা ফেভারিট হিসেবে আসন্ন বিশ্বকাপে খেলতে যাচ্ছে! ইংল্যান্ড কোচের মতে– ফেভারিট হিসেবে নামবে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন।

টুখেল বলেন, ‘বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট হিসেবে আমার বিবেচনায় থাকবে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন। এটি আমার দৃষ্টিকোণ থেকে। আর নিজেদের (ইংল্যান্ড) ব্যাপারে বলব– এটি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। প্রথমে আমাদের বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে। তাই পুরো মনোযোগটাও রাখতে হচ্ছে সেদিকেই।’ বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচের সবকটিতে জিতে ‘কে’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ইংলিশরা। এরপর যথাক্রমে আলবেনিয়া ও সার্বিয়া ৮ এবং ৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে।


এদিকে, ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এবারও লাতিন অঞ্চলের বাছাই থেকে সবার আগে বিশ্বকাপে উঠেছে। কাঙ্ক্ষিত ফল না পেলেও ব্রাজিলও উত্তীর্ণ হয়েছে চূড়ান্ত পর্বে। এই মুহূর্তে কার্লো আনচেলত্তি দলের সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার মিশনে আছেন। অন্যদিকে, ইউরো চ্যাম্পিয়ন স্পেন বাছাইপর্বে ২টি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত। অন্যতম শক্তিশালী এই দল অবশ্য দুটিতেই জিতেছে।

বিশ্বকাপের বিগত আসরগুলোতেও শক্তিশালী দল নিয়ে অংশ নেওয়ার পর হতাশা নিয়ে ফিরেছে ইংল্যান্ড। ১৯৬৬ সালে কেবল তারা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। তাই সতর্ক থেকেই নিজের দলকে মূল্যায়ন করলেন টুখেল, ‘আমরা বিশ্বকাপে আন্ডারডগ হিসেবেই যাব, কারণ আমরা অনেক দশক ধরে (শিরোপা) জিতি না। সেখানে আমাদের এমন দলের বিপক্ষে লড়তে হবে, যারা এই সময়ের মধ্যে একাধিকবার জিতেছে। ফলে আমাদের দলগত পারফরম্যান্স নিয়ে সেখানে যেতে হবে, নইলে কোনো সুযোগ থাকবে না। আমরা সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় সংগ্রহ করিনি। তবে যারা আঠার মতো লেগে থাকতে পারে এবং সেরা দল হওয়ার ক্ষেত্রে সংযোগ তৈরি করে এমন খেলোয়াড় আছে।’

গত বছরের অক্টোবরে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেন টুখেল। একই চাপ নিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। ইংলিশরা সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। ২০১৮ আসরে খেলেছিল সেমিফাইনাল। এ ছাড়া ইউরো চ্যাম্পিয়নশিপের ২০২০ এবং ২০২৪ দুই আসরেই ইংলিশরা রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ফলে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে টুখেলের দল।

উয়েফার (ইউরোপ) বিশ্বকাপ বাছাইপর্ব এখনও চলমান। সেখান থেকে সরাসরি টুর্নামেন্টের টিকিট পাবে ১৬টি দল। বিশ্বকাপের আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র ছাড়াও বাছাইপর্ব থেকে এখন পর্যন্ত চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে ২০টি দেশ। সর্বশেষ মিসর ১৯ এবং আলজেরিয়া ২০তম দেশ হিসেবে জায়গা করে নিয়েছে মেগা আসরটিতে। বাছাই খেলে বিশ্বকাপে যাবে মোট ৪৩ দল। বাকি দুই দল উঠবে ছয় দলের ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ থেকে। তার আগে ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর।

এবি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলি কারাগারে ফ্লোটিলার অস্ট্রেলীয় ক্যাপ্টেন Oct 11, 2025
img

যৌথবাহিনীর অভিযানে

শরীয়তপুরে ৪০০ কেজি ইলিশসহ ৩টি ট্রলার জব্দ Oct 11, 2025
img
ইঞ্জিনিয়ার ইশরাককে শুভকামনা জানালেন নুর Oct 11, 2025
img

বদিউল আলম মজুমদার

রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যেন দুর্নীতির পালাবদল না ঘটে Oct 11, 2025
img
মেসির ফোন নম্বর চায় কারিনাপুত্র তৈমুর Oct 11, 2025
img
‘কাল্কি’ সিক্যুয়েলে দীপিকার জায়গায় আসছেন আলিয়া ভাট! Oct 11, 2025
img
গোড়ালির চোটে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন কিলিয়ান এমবাপে Oct 11, 2025
img
‘জুতা পরে মসজিদে ঘুরছেন’, ট্রলের শিকার সোনাক্ষী Oct 11, 2025
img
রাশ্মিকার আংটি কি প্রমাণ দিল বাগদানের খবর? Oct 11, 2025
img
মঞ্চে শুভশ্রীকে নায়ক দেবের কথা মনে করিয়ে দিলেন শান Oct 11, 2025
img
নেইমারের ব্যালন ডি’অর প্রাপ্য ছিল, পিএসজিতে গিয়ে ক্ষতি করেছে: পিকে Oct 11, 2025
img
‘বিবাহ বিচ্ছেদের গল্প সবার জীবনেই রয়েছে’ Oct 11, 2025
img
ফের একসঙ্গে অজয়-রাকুল, আসছে ‘দে দে পেয়ার দে ২’ Oct 11, 2025
img
ইপিএলের সেপ্টেম্বর মাসের সেরা ফুটবলার হলান্ড Oct 11, 2025
img
অমিতাভের জন্মদিনে মমতার শুভেচ্ছা বার্তা Oct 11, 2025
img
পিআর বিষয়ে গণভোটের দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে কে দিয়েছে, প্রশ্ন খসরুর Oct 11, 2025
img
আটক থাকার অভিজ্ঞতা জানালেন শহিদুল আলম Oct 11, 2025
img
আদালত প্রাঙ্গণে মিছিলের চেষ্টায় আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আটক Oct 11, 2025
img
ট্রফি না দেওয়ায় ক্ষোভ, নাকভিকে সরানোর উদ্যোগ নিচ্ছে বিসিসিআই! Oct 11, 2025
img
হামজাকে অধিনায়ক করে ক্যাবরেরার উচিৎ নিজেরই সরে যাওয়া Oct 11, 2025