এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচ খেলতে বাংলাদেশ এখন হংকংয়ে। ১৪ অক্টোবর দুই দলের মধ্যকার পরবর্তী লড়াই। এর আগে বাংলাদেশ দল হংকংয়ে মাঠের মান ও দূরত্ব বিড়ম্বনায় পড়েছে।
বাফুফে থেকে পাঠানো এক বার্তায় বাংলাদেশ দলের সিনিয়র ফুটবলার সোহেল রানা বলেন, 'গতকাল যে মাঠ দিয়েছিল সেটা আমাদের হোটেল থেকে এক ঘণ্টার বেশি দূরত্ব। যে মাঠ দিয়েছিল সেটাও বাজে ছিল। আজকেও সেম।'
অ্যাওয়ে ম্যাচে সফরকারী দলের এই ভোগান্তি ফুটবল বিশ্বে নতুন নয়। তাই বাংলাদেশ দলের অন্যতম ফুটবলার সোহেল রানা মানসিকভাবে প্রস্তুত, 'এখানে এসে এ রকম পরিস্থিতি পড়তে হতে পারে। এজন্য আমরা এ রকম মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আমরা খেলোয়াড়রা এটা স্বাভাবিকভাবে নিয়েই মাঠে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছি।'
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ম্যাচের ৪৮ ঘন্টা আগে সফরকারী দলের অনুশীলন ও অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব স্বাগতিক দলের। ১৪ অক্টোবর ম্যাচের জন্য বাংলাদেশ ১০ অক্টোবর রাতে হংকং পৌঁছায়। ১১ অক্টোবর স্বাভাবিকভাবেই বাংলাদেশকে বাজে মাঠ ও হোটেলের দূরত্বে ফেলে কিছুটা সুবিধা নিয়েছে স্বাগতিক হংকং। আজও সেই চেষ্টা করেছে। আগামীকাল ম্যাচের আগের দিন অবশ্য ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ।
এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৫ মার্চ খেলেছিল ভারতের শিলংয়ে। সেই ম্যাচ খেলতে পাঁচ দিন আগে শিলং পৌঁছান হামজারা। নির্ধারিত সময়ের আগে পৌঁছানোতে সেখানেও মাঠ-হোটেল বিড়ম্বনায় পড়তে হয়েছিল বাংলাদেশকে। সেই ভুল থেকে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রকৃত শিক্ষা নেননি। এবারও আগেভাগেই দলকে হংকং নিয়েছেন।
একটি ম্যাচের পর সাধারণত ভুল ত্রুটি শোধরানো নিয়ে কাজ হয়। ৯ অক্টোবর ম্যাচ খেলে পরের দিনই হংকং রওনা হওয়ায় নিজেদের শোধরানোর কাজটি হচ্ছে প্রতিপক্ষ হংকংয়ের মাটিতেই। হ্যাভিয়ের ক্যাবরেরা প্রায়ই ক্লোজড ডোর অনুশীলন করেন। অ্যাওয়ে ম্যাচের আগে যেখানে দেশে ক্লোজড ডোর অনুশীলন প্রয়োজন ছিল ২/১ টি সেটা না করে তিনি হংকংয়ের ডেরায় গিয়ে নিজেদের সংশোধনের চেষ্টা করছেন।
বাফুফের প্রেরিত বার্তায় বাংলাদেশ দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, 'এখানে এসে আমরা রিকভারিতে বেশি সময় দিয়েছি এবং আবহাওয়া পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছি।’ অধিনায়ক হলেও জামাল ভূইয়াকে নিয়মিত একাদশে রাখেন না হ্যাভিয়ের। তাই দাবি উঠেছে হামজাকে অধিনায়ক করার। এ নিয়ে কোচের মতামত, 'আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের দলে হামজা, জামাল, তপু, সোহেলের মতো ফুটবলার রয়েছেন অধিনায়ক হওয়ার মতো। সবাই সবার দায়িত্ব নিয়ে সেরাটা দিচ্ছে।'
ফুটবলাররা মাঠে সেরাটা দিলেও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সর্বোচ্চ লেভেল নিয়ে ফুটবলাঙ্গনে প্রশ্ন রয়েছে। তিনি অনেক দিন বাংলাদেশের দলের দায়িত্বে থাকলেও একাদশ গঠন, ম্যাচের পরিস্থিতিতে খেলোয়াড় ও কৌশল পরিবর্তনে মুন্সিয়ানা দেখাতে পারছেন না। এজন্য হামজা-সামিতের মতো ফুটবলার এসেও কাঙ্খিত ফলাফল আসছে না বলে ধারণা ফুটবলসংশ্লিষ্ট অনেকের।
আইকে/এসএন