বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি আসায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন টুর্নামেন্টের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। রোববার (১২ অক্টোবর) দেশের একটি গণমাধ্যমকেকে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এই পরিচালক।
'ক্রাইটেরিয়া পূরণ করলে, আমাদের সরকারের নীতিমালা সব কিছু ঠিক থাকলে তারা (বিদেশি ফ্র্যাঞ্চাইজি) দল নিতে পারবে,' বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সর্বশেষ জুনে এই কথা বলেছিলেন ইফতেখার রহমান মিঠু।
তবে আজ (১৩ অক্টোবর) সিলেটে এনসিএল টি-টোয়েন্টির ফাইনাল দেখতে গিয়ে একই প্রশ্নের উত্তরে বিসিবির সদ্য নির্বাচিত সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এটা মনে হয় এবারও ছাড়ে নাই।’
ফারুকের এমন বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্রিকেটাঙ্গনে বিভ্রান্তি তৈরি হয়। সেই বিভ্রান্তি দূর করলেন মিঠু। বিদেশি ফ্র্যাঞ্চাইজির প্রসঙ্গে তিনি বলেন, 'বিজ্ঞাপনে তো কোনো আলাদা শর্ত জুড়ে দেয়া নেই। আমরা সবার জন্য উন্মুক্ত।'
তবে এত অল্প সময়ের মধ্যে কোনো বিদেশি দল পাওয়া যাবে কিনা, সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মিঠু, 'বিদেশি ফ্র্যাঞ্চাইজির এত অল্প সময়ের মধ্যে আসা কঠিন। আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। প্রক্রিয়া অনুসরণ করে দল নিতে পারবে।'
ইএ/টিএ