ধানমন্ডিতে জোড়া খুনের কথা স্বীকার গৃহকর্মী সুরভীর

ধানমন্ডিতে জোড়া খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন গৃহকর্মী সুরভী আক্তার নাহিদা। এই মামলার প্রধান আসামি তিনি। বৃহস্পতিবার খুনের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গৃহকর্মী সুরভী।

স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হলে বৃহস্পতিবার সুরভীকে মহানগর হাকিম আদালতে তোলা হয়। ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. রবিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সুরভীসহ পাঁচ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। বাকি চার আসামি হলেন— বাড়ির ব্যবস্থাপক গাউসুল আজম, ইলেকট্রিশিয়ান বেলায়েত, নিরাপত্তারক্ষী নুরুজ্জামান এবং দেহরক্ষী আতিকুল হক।

১ নভেম্বর শুক্রবার সন্ধ্যার পর ধানমন্ডি ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসার পঞ্চম তলায় খুন হন আফরোজা বেগম (৬৫) ও গৃহকর্মী দিতি (১৭)। ওই জোড়া খুনের ঘটনায় ৩ নভেম্বর ধানমন্ডি থানায় আফরোজা বেগমের মেয়ে দিলরুবা সুলতানা হত্যা মামলা দায়ের করেন।

 

টাইমস/এসআই

Share this news on: