দীর্ঘ ইনজুরি, বারবার অনুপস্থিতি -সবকিছুর পরও নেইমারের জন্য এখনো দরজা পুরোপুরি বন্ধ করেননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ইতালিয়ান কোচ জানালেন, ফিট থাকলেই জায়গা পাওয়া সম্ভব দলের সবচেয়ে বড় তারকার জন্য।
রোববার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনচেলত্তি। সেখানে তিনি বলেন, ‘যখন নেইমার ফিট থাকে, তখন সে যেকোনো দলের জন্য খেলতে পারে। শুধু ব্রাজিল নয়, বিশ্বের যেকোনো দলেই জায়গা পাওয়ার মতো মান আছে তার।’
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাত্মক হাঁটুর ইনজুরিতে পড়ার পর থেকে জাতীয় দলের হয়ে মাঠে নামেননি নেইমার। এরপর কেটে গেছে ২৩টি ম্যাচ, সময়ের সঙ্গে সঙ্গে সেরে উঠলেও ফর্ম ও ফিটনেসের ঘাটতি তাকে আবারও দূরে রেখেছে আনচেলত্তির সাম্প্রতিক স্কোয়াড থেকে।
সান্তোসে ফেরার পর কিছুটা আলো ছড়ালেও ধারাবাহিকতার অভাবে কোচের চোখে এখনো স্থায়ী বিশ্বাস অর্জন করতে পারেননি এই ফরোয়ার্ড। তবুও আনচেলত্তি জানালেন, এখনই তাকে বাতিল করে দেওয়ার কোনো প্রশ্নই নেই।
‘এটা এখন পরীক্ষা-নিরীক্ষার সময়,’ বলেন তিনি। ‘বিশ্বকাপ সামনে রেখে আমরা একদিকে দলকে গড়ে তুলছি, অন্যদিকে নতুন খেলোয়াড়দেরও সুযোগ দিচ্ছি। নেইমার ফিট হলে অবশ্যই বিবেচনায় থাকবে।’
৭৯ গোল নিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলে ফিরবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। তবে আনচেলত্তির সাম্প্রতিক মন্তব্যে নতুন আশার আলো দেখছেন ‘ভেরদে-আমারেলা’ সমর্থকরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল, এর আগে দক্ষিণ কোরিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আনচেলত্তির শিষ্যরা। ইতালিয়ান কোচের লক্ষ্যও স্পষ্ট- ‘জীবনে সব কিছুরই একটা প্রথমবার থাকে,’ বললেন আনচেলত্তি, ইঙ্গিত দিলেন ইতিহাস গড়ার। তিনি হতে চান ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা প্রথম বিদেশি কোচ।
পিএ/টিএ