রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউএফপির

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট এখনো রোমভিত্তিক জাতিসংঘ সংস্থাটির অগ্রাধিকারের তালিকার শীর্ষে।


মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ইতালির একটি হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ডব্লিউএফপির ভারপ্রাপ্ত প্রধান এ কথা বলেন। বৈঠকে মূলত চলমান রোহিঙ্গা সংকট, গাজা ও সুদানের দুর্ভিক্ষ পরিস্থিতি এবং বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবেলায় তহবিল সংগ্রহের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।


ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্কাউ গত ১৫ মাস ধরে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন, বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকটে আন্তর্জাতিক দৃষ্টি ফিরিয়ে আনার জন্য তার অবিচল প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।উভয় নেতা বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য তহবিল বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। স্কাউ রোহিঙ্গা ইস্যুতে গত ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকের প্রশংসা করে জানান, এটি সফলভাবে সংকটের দিকে আন্তর্জাতিক দৃষ্টি ফিরিয়ে এনেছে।

তিনি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে এটি আন্তর্জাতিক এজেন্ডায় শীর্ষে রয়েছে।’ উভয়ই ধনী দেশ এবং বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানসহ নতুন উৎস থেকে তহবিল সংগ্রহের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন। স্কাউ উল্লেখ করেছেন যে, নিউইয়র্কে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কাছ থেকে ঘোষিত নতুন মানবিক সহায়তার প্রতিশ্রুতির পরে, ডাব্লিউএফপি প্রতিটি রোহিঙ্গা শরণার্থীকে মাসিক ১২ ডলার খাদ্য উপবৃত্তি প্রদান অব্যাহত রাখবে।

অধ্যাপক ইউনূস ক্ষুধা ও দুর্ভিক্ষ মোকাবেলায় ডব্লিউএফপি’র বৈশ্বিক নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বাংলাদেশে একটি নতুন স্কুল ফিডিং প্রোগ্রাম চালুতে সহায়তার জন্য জাতিসংঘ সংস্থাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এশিয়ার কয়েকটি দেশ স্কুলে খাওয়ানোর ক্ষেত্রে আশ্চর্যজনক অগ্রগতি অর্জন করেছে। আমাদের লক্ষ্য আমাদের প্রচেষ্টাকে আরো জোরদার করা, গুণমান এবং ধীরে ধীরে সম্প্রসারণ নিশ্চিত করা।’

আলোচনায় বিশ্বের ক্ষুধা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। স্কাউ বিশ্বব্যাপী প্রায় ৩০০ মিলিয়ন লোককে প্রভাবিত করে ক্রমবর্ধমান খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে গাজায় শত শত খাদ্য ট্রাক সরবরাহের জন্য ডব্লিউএফপির চলমান প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন। সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী Oct 14, 2025
img
দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন না এলে ‘শাহবাগ ব্লকেড’ করবেন এমপিওভুক্ত শিক্ষকরা Oct 14, 2025
img
লড়াই করে সমতায় মাঠ ছাড়লেও স্বপ্ন শেষ বাংলাদেশের Oct 14, 2025
img
নেপোটিজম বিতর্ক নিয়ে ‘ব্যঙ্গাত্মক’ জবাব সোনাক্ষীর Oct 14, 2025
img
আগামীর স্বপ্নপূরণে মাদরাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা Oct 14, 2025
img
রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল: প্রধান উপদেষ্টা Oct 14, 2025
img
শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ Oct 14, 2025
img
জাতীয় নির্বাচনের দিন গণভোটের সুযোগ নেই : গোলাম পরওয়ার Oct 14, 2025
img
সরকারকে পিআর পদ্ধতি বাস্তবায়নের আহ্বান জামায়াতের Oct 14, 2025
img
শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি: সারোয়ার তুষার Oct 14, 2025
img
শাপলা পাব না, এটা আমরা বিশ্বাস করি না : সারজিস Oct 14, 2025
img
হজযাত্রী নিবন্ধনের সময় আরো বাড়ল Oct 14, 2025
img
আবারও হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প Oct 14, 2025
img
ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে বাম গণতান্ত্রিক জোটের নিন্দা Oct 14, 2025
img
রূপনগরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ Oct 14, 2025
img
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে মোদির প্রশংসা করলেন ট্রাম্প! Oct 14, 2025
img
দুর্নীতিবাজদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের Oct 14, 2025
img
‘কেয়ামত থেকে কেয়ামত’ নিয়ে স্মৃতিচারণ নোবেলের Oct 14, 2025
img
কঠিন পরীক্ষা সামনে: মির্জা ফখরুল Oct 14, 2025
img
ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়লো জাপান Oct 14, 2025