জাপানের বিপক্ষে মাঠে নামার আগেই আনচেলত্তি জানিয়েছিলেন, এই ম্যাচে বেশ কয়েকজন ফুটবলারের পরীক্ষা নেবেন তিনি। আর এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে জাপান। দুর্দান্ত প্রত্যাবর্তনে সেলেসাওদের বিপক্ষে নিজেদের প্রথম জয়টি তুলে নিয়েছে এশিয়ার দেশটি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ঘরের মাঠে ব্রাজিলকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে জাপান। এর আগে সেলেসাওদের বিপক্ষে ৯ ম্যাচে মাঠে নামলেও জয় শূন্য ছিল জাপান। তবে দশম দেখায় ইতিহাসিক সেই জয়ের দেখা পেল তারা। প্রথমার্ধে ব্রাজিলকে এগিয়ে নিয়েছিলেন পাউলো হেনরিক ও গাব্রিয়েল মার্টিনেলি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই জাপানকে সমতায় ফেরান তাকুমি মিনামিনো ও কেইটো নাকামুরা। আর জাপানের হয়ে তৃতীয় গোলটি করেন আইসে উয়েদা।
এদিন ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে ব্রাজিল। টানা আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপের উপর রাখে সেলেসাওরা। তবে গোলের দেখা পাচ্ছিল না তারা। কিন্তু ২৬তম মিনিটে দলকে এগিয়ে নেন ডিফেন্ডার হেনরিক। এরপর ৬ মিনিট পর ব্যবধান বাড়ান স্ট্রাইকার মার্টিনেলি। তার গোলে অ্যাসিস্ট করেন লুকাস পাকুইতা।
এরপর খেলায় ফেরার চেষ্টা করে জাপান। কিন্তু প্রথমার্ধে কোনো গোল না পাওয়ায় ২-০ গোলের পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই চমক দেখায় এশিয়ার দেশটি। ৫২তম মিনিটে জাপানের হয়ে প্রথম গোলটি করেন তাকুমি মিনামিনো। প্রথম গোল হজমের পর তিনটি পরিবর্তন আনেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। মার্টিনেলি, ভিনিসিয়ুস ও গুমারেসকে তুলে নেন তিনি। আর মাঠে নামান রদ্রিগো, কুনাহ ও জোয়েলিটনকে।
তারা মাঠে নিজেদের তুলে ধারার আগেই আরও দুটি গোল হজম করে ব্রাজিল। ৬২ মিনিটে নাকামুরা সমতায় ফেরানোর পর ৭১ মিনিটে জাপানকে লিড এনে দেন উইডা। এরপর গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে সেলেসাওরা। কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফিরতে না পারায় ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এসএস/এসএন