রোনালদোর রেকর্ড, অল্পের জন্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো না পর্তুগালের

বিশ্বকাপে জায়গা করে নেওয়া থেকে স্রেফ ৩ মিনিট দূরে ছিল পর্তুগাল। এমন সময়ে সব হিসেব পাল্টে দিলেন দমিনিক সোবোসলাই। জটলার মধ‍্য দিয়ে আসা ক্রসে দূরের পোস্টে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নিলেন হাঙ্গেরীর মিডফিল্ডার। ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ডের রাতে তিনি বাড়ালেন পর্তুগালের অপেক্ষা।

লিসবনে মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে ‘এফ’ গ্রুপের ম‍্যাচে ২-২ গোলে ড্র হয়েছে।

আতিলা সালাই শুরুতেই সফরকারীদের এগিয়ে নেন। প্রথমার্ধেই জোড়া গোল করে পর্তুগালকে এগিয়ে নেন রোনালদো। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে সোবোসলাইয়ের সেই গোলে ম‍্যাচ শেষ হয় সমতায়।



নিজের প্রথম গোলে একটি পাতায় এখন সবার উপরে আছে রোনালদো নাম। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোল এখন পর্তুগিজ মহাতারকার।

ঘরের মাঠে পঞ্চম মিনিটে প্রথম সুযোগ পায় পর্তুগাল। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শট লক্ষ‍্যে রাখতে পারেননি রোনালদো।

দুই মিনিট পর নিজেদের প্রথম সুযোগ পায় হাঙ্গেরী। ডি বক্সের বাইরে থেকে রোলান্দ সালাইয়ের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা।

অষ্টম মিনিটে সেই কর্নার থেকেই গোল করে এগিয়ে যায় হাঙ্গেরী। সোবোসলাইয়ের কর্নারে লাফ দিয়েও বল নাগালে পাননি কস্তা। পেছনের পোস্টে থাকা আতিলা সালাই জোরাল হেডে খুঁজে নেন জাল।

বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগালের মাঠে এটাই হাঙ্গেরীর প্রথম গোল।

চতুর্দশ মিনিটে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শট লক্ষ‍্যেই রাখেন রোনালদো। তবে খুব একটা জোর না থাকায় অনায়াসেই ফেরান হাঙ্গেরী গোলরক্ষক।

আট মিনিট পর পর্তুগাল অধিনায়কই দলকে ফেরান সমতায়। নেলসন সেমেদোর ক্রসে খুব কাছ থেকে অনায়াসে জাল খুঁজে নেন রোনালদো। কিছুই করার ছিল না গোলরক্ষকের।

বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিলেন রোনালদো (৪০)। ছাড়িয়ে গেলেন ৩৯ গোল করা কার্লোস রুইসকে।

৩৯তম মিনিটে ফের দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পান সালাই। কিন্তু গোলরক্ষক বরাবর শট নিয়ে দলকে হতাশ করেন তিনি।
দুই মিনিট পর কর্নার থেকে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি রোনালদো।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নুনো মেন্দেসের দুর্দান্ত ক্রসে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন রোনালদো। এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।

আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১৪৩টি, ২২৫ ম্যাচে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব‍্যবধান বাড়ানোর সুযোগ পান সেমেদো। তবে ৫০তম মিনিটে কাছের পোস্ট ঘেঁষে তার শট ঝাঁপিয়ে ঠেকান হাঙ্গেরী গোলরক্ষক।

পাঁচ মিনিট পর সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন সোবোসলাই। খুব কাছ থেকে গোলরক্ষক বরাবর হেড করেন এই মিডফিল্ডার!৬০তম মিনিটে পর্তুগাল ডিফেন্ডার রুবেন দিয়াসের গতিময় শট ফেরে পোস্টে লেগে! পরের মিনিটে ব্রুনো ফের্নান্দেসের শট ঝাঁপিয়ে কোনোমতে রক্ষা করেন হাঙ্গেরী গোলরক্ষক। বদলি নেমেই গোল পেতে পারতেন জোয়াও ফেলিক্স। কিন্তু গতিময় হেডেও তিনি পরাস্ত করতে পারেননি গোলরক্ষককে।

৭২তম মিনিটে সালাইয়ের হেড ক্রসবারে লেগে ফিরলে একটুর জন‍্য সমতা ফেরেনি! এর ছয় মিনিট বেশ কিছু পরিবর্তন আনেন পর্তুগাল কোচ। এর মধ‍্যে রোনালদোকে তুলে নিয়ে গন্সালো রামোসকে নামান তিনি।

যোগ করা সময়ের প্রথম মিনিটে দানিয়েল লুকাসের নিচু ক্রসে দূরের পোস্টে স্লাইড করে জাল খুঁজে নেন সোবোসলাই। সমতা ফেরে ম‍্যাচে! বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি পারেনি কোনো দলই।

৪ ম‍্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের চূড়ায় পর্তুগাল। সমান ম‍্যাচে ৫ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে হাঙ্গেরী। গ্রুপের অন‍্য ম‍্যাচে ১০ জনের আর্মেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে আয়ারল‍্যান্ড।

৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে আয়ারল‍্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে তলানিতে আর্মেনিয়া।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
আজ বিশ্ব হাত ধোয়া দিবস Oct 15, 2025
img
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার Oct 15, 2025
img
চাকসু নির্বাচন : ১০ মিনিটে দিতে হবে ৪০ ভোট Oct 15, 2025
img
শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে কানাডার সহযোগিতা চাইলেন মেয়র Oct 15, 2025
img
জনগণ পিআর বোঝে না, এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র : ওয়াহাব Oct 15, 2025
img
স্বর্ণ কিনবেন? জেনে নিন দেশে কত দামে বিক্রি হচ্ছে আজ Oct 15, 2025
img
মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা Oct 15, 2025
img
গাজার ফুটবল পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির Oct 15, 2025
img
এখন আর ফ্যাসিবাদ আমলের দুঃশাসন নেই, তবুও কেন মানুষ অকালে ঝরছে: রিজভী Oct 15, 2025
img

বিশ্বকাপ বাছাই

মেরিনোর জোড়া গোল, বুলগেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিল স্পেন Oct 15, 2025
img

বিশ্বকাপ বাছাই

লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত ইংল্যান্ডের Oct 15, 2025
img
ব্যর্থতার দায়ে বরখাস্ত সুইডেন কোচ Oct 15, 2025
সোচ্চারের জরিপে এগিয়ে থাকলো ছাত্রশিবির পিছয়ে ছাত্রদল Oct 15, 2025
img
বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান ১০০তম Oct 15, 2025
img
এল ক্লাসিকোয় অনিশ্চিত লেভানদোভস্কি Oct 15, 2025
মিরপুরের আগুনের ঘটনা নিয়ে যা বলছে ফায়ার সার্ভিস Oct 15, 2025
প্রটোকল ভঙ্গের অভিযোগে আলোচনায় প্রধান উপদেষ্টার রোম সাক্ষাৎ Oct 15, 2025
আ. লীগের মিছিলে অর্থ লেনদেন ঘিরে পুলিশের কড়া সতর্কতা Oct 15, 2025
ইন্দো–প্যাসিফিক অংশীদারিত্বে অস্ট্রেলিয়ার চোখ বাংলাদেশে Oct 15, 2025
সরকারের কাছে অনুরোধ, নিহত পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হোক: জামায়াতের আমির Oct 15, 2025