শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলল ইংল্যান্ড। লাটভিয়াকে গোলবন্যায় ভাসিয়ে আরেকবার বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিল সাবেক চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।

তাদের সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আলবেনিয়া দুইয়ে, ১০ পয়েন্ট নিয়ে সার্বিয়া তিনে আছে। গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে আছে এই দুই দল।সাত ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লাটভিয়া চারে ও ১ পয়েন্ট নিয়ে অ্যান্ডোরা আছে সবার নিচে।
ফিফা র্যাঙ্কিংয়ের ১৩৭ নম্বরের দলের বিপক্ষে প্রথমার্ধে অ্যান্থনি গর্ডনের একটি ও হ্যারি কেইনের জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ার পর শেষ দিকে পঞ্চম গোলটি করেন এবেরেচি এজে।
ইংল্যান্ডের পাশাপাশি মঙ্গলবার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে আরও পাঁচটি দল- দক্ষিণ আফ্রিকা, কাতার, সৌদি আরব, কোত দি ভোয়া ও সেনেগাল।
এমআর