পাকিস্তান তাদের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ২০২৫-২৭ শুরু করল দারুণভাবে। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে তারা বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে।
২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৬০.৫ ওভারে ১৮৩ রানে অলআউট হয়। দারুণ বোলিং করেন নোমান আলী। প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন। তার সঙ্গে শাহীন আফ্রিদিও নেন সমান ৪ উইকেট। দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ৫১ রানে ছিল। তবে দিনের তৃতীয় বলেই আফ্রিদি ফিরিয়ে দেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান টনি ডি জর্জিকে, এবং কিছুক্ষণ পর নোমানের বল খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন ত্রিস্তান স্টাবস।
৫৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলার চেষ্টা করেন ব্রেভিস। কঠিন উইকেটে ৫১ বলে ৫০ রান করে দলকে ভরসা দেন তিনি। রায়ান রিকেলটনের সঙ্গে গড়েন ৭৩ রানের জুটি। কিন্তু তারপরই আসে সেই জাদুকরী মুহূর্ত।
নোমানের হাওয়ায় ভাসানো বলটি লেগ স্টাম্পে পড়ে অফ স্টাম্পে গিয়ে আঘাত করে। বিস্ময়ে তাকিয়ে থাকেন ব্রেভিস। এই উইকেটে দিয়েই ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন নোমান আলী, টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বারের মতো। একই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার সেনুরান মুতুসামিও নিয়েছেন ১০ উইকেট। পাকিস্তানের প্রথম ইনিংসের স্কোর ছিল ৩৭৮।
ইমাম-উল-হক (৯৩), সালমান আলি আঘা (৯৩), শান মাসুদ (৭৬) এবং মোহাম্মদ রিজওয়ান (৭৫) রান করেন। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ২৬৯ রানে অলআউট হয়। এদের মধ্যে টনি জর্জি (১০৪) এবং রায়ান রিকেলটন (৭১) রান করেন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৬৭ রানে অলআউট হলে ২৭৭ রানে লক্ষ্য পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে মাত্র ১৮৩ রানে অলআউট হলে ৯৩ রানের জয় পায় পাকিস্তান।
এসএস/এসএন