ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে পাবে না অস্ট্রেলিয়া। চোটের কারণে ১৯ অক্টোবরের ম্যাচে খেলতে পারবেন না জশ ইংলিশ। এ ছাড়া ব্যক্তিগত কারণে থাকছেন না অ্যাডাম জাম্পা।
জাম্পা-ইংলিস ছাড়াও অস্ট্রেলিয়ার একাদশে নিয়মিত খেলা আরো তিন ক্রিকেটার নেই ওয়ানডে সিরিজে। চোটের কারণে সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিন।
এদিকে ইংলিস স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচে তিনি নামতে পারছেন না। দ্বিতীয় ম্যাচেও তার খেলার সম্ভাবনা খুবই কম। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার সময় পায়ের পেশিতে চোট পেয়েছিলেন তিনি।
ইংলিস না থাকায় বিকল্প উইকেটকিপার খুঁজতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। তার বিকল্প হতে পারতেন আরেক উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। তবে তিনি এখন শেফিল্ড শিল্ডে ব্যস্ত। ঘরোয়া এই প্রতিযোগিতাকে আসন্ন অ্যাশেজের প্রস্তুতি হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। তাই ক্যারিকে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলাবে না।
তাই ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে নিয়েছে জশ ফিলিপকে। আগ্রাসী ব্যাটার হিসেবেও পরিচিত তিনি। ম্যাক্সওয়েল চোট পাওয়ার পর ফিলিপকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলেও নেওয়া হয়েছিল। যদিও তিনি একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। দেশের হয়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ফিলিপের। শেষবার অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ২০২১ সালে।
এসএস/এসএন