সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এই সিরিজে দল হিসেবে ভালো করতে না পারলেও ব্যাক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন তানজিম সাকিব ও তানভির ইসলাম। তাদের এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়েও।
ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে উন্নতি করেছেন সাকিব ও তানভির। ২৪ ধাপ ৪২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৬৭তম স্থানে উঠে এসেছেন সাকিব। ২৭ ধাপ এগিয়ে ৩৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯৭তম অবস্থানে আছেন তানভির। এ ছাড়া ৪ ধাপ এগিয়েছেন মেহেদি মিরাজ। তার অবস্থান এখন ২৪তম।
বোলারদের মধ্যে অবনতি হয়েছে দলের সেরা দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের। ১১ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন তানসিক। সমান ১১ ধাপ পিছিয়েছেন মুস্তাফিজুর রহমানও। ৪৬৮ রেটিং নিয়ে তার অবস্থান এখন ৫৬তম।
এদিকে বাংলাদেশ সিরিজে বল হাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছেন রশিদ খান। তিন ম্যাচের সিরিজে দ্বিতীয়টিতে পাঁচটিসহ মোট ১১ উইকেট নেন রাশিদ। দুর্দান্ত পারফরম্যান্সে ৫ ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন এই লেগি।
ব্যাটিংয়ে বাংলাদেশ কোনো ম্যাচেই ভালো করতে পারেনি। তবে ব্যাক্তিগত পারফরম্যান্সে এগিয়েছেন তাওহিদ হৃদয়। ৭ ধাপ এগিয়ে এই মিডল অর্ডার ব্যাটার আছেন ৪২ নম্বরে। প্রথম ম্যাচে ৬০ রান করা মিরাজের উন্নতি পাঁচ ধাপ, আছেন ৬৫তম স্থানে।
আইকে/টিএ