সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে ওমান এবং নেপাল। টুর্নামেন্টের ১৮ ও ১৯তম দল হিসেবে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে তারা। বিশ্বকাপের কয়েক মাস আগেই ১৯ দলের খেলা চূড়ান্ত হয়েছে। বাকি একটি দল আসবে এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে ২০ দলের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টুর্নামেন্টেও খেলবে সমান সংখ্যক দল। যেখানে স্বাগতিক হিসেবে সবার আগে টিকিট পেয়েছে ভারত ও শ্রীলঙ্কা। আরও সাতটি দলের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে গত আসরে। স্বাগতিক ভারত বাদে সুপার এইটে খেলা বাকি সাতটি দেশ সরাসরি সুযোগ পায়।
যেখানে বাংলাদেশের সঙ্গে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। সহ-আয়োজক শ্রীলঙ্কা প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ায় র্যাঙ্কিংয়ে ভিত্তিতে বিশ্বকাপ খেলার সুযোগ মেলে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের। বাছাই পর্ব পেরিয়ে আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে কানাডা।
ইউরোপের বাছাই পর্ব পেরিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে ইতালি। পয়েন্ট তালিকার দুইয়ে থেকে বিশ্বকাপের টিকিট পায় তারা। ইতালির সঙ্গে ইউরোপ থেকে সুযোগ পেয়েছে নেদারল্যান্ডসও। আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত হয়েছে ডেভিড ভিসের নামিবিয়া ও সিকান্দার রাজার জিম্বাবুয়ের।
বাছাই পর্ব পার করতে না পারায় গত বিশ্বকাপে খেলা হয়নি জিম্বাবুইয়ানদের। এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে এখনো পর্যন্ত বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে ওমান ও নেপালের।
এই অঞ্চল থেকে আরও একটি দল সুযোগ পাবে। যেখানে লড়াইয়ে রয়েছে জাপান ও সংযুক্ত আরব আমিরাত। চার পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছেন মোহাম্মদ ওয়াসিমরা।
তাদের পরের ম্যাচ জাপানের বিপক্ষে। সেই ম্যাচটা জিতলেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাবে সংযুক্ত আরব আমিরাত। তবে শেষ দুই ম্যাচের দুুটিতেই যদি জাপান জিতে যায় তাহলে সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে তারাই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। নিয়মিত বিশ্বকাপ খেলা দলগুলোর মধ্যে সুযোগ হয়নি স্কটল্যান্ডের।
এখনো পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি নিশ্চিত হয়েছে যাদের- ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, ওমান এবং নেপাল।
টিজে/এসএন