বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি একটি পরীক্ষিত দল, যার জন্ম আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে। আমরা কখনো মাথা নত করিনি। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রের কোনো বিকল্প নেই।
তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি এলে দেশজুড়ে জনতার ঢল নামবে। এখন হিন্দু সম্প্রদায়ের মানুষও বুঝতে পারছে, বিএনপির বিকল্প নেই। জনগণ আমাদের ভোটের মাধ্যমে ক্ষমতায় বসাবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শিবদীঘি মোড়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘এখন তো খুঁজেও পাওয়া যায় না হাসিনাকে এলা কুনঠে গেইল? কী পেলেন? আওয়ামী লীগ দেশটা শেষ করে দিয়েছে। এমন অবস্থা কেন হলো যে, আমরা মানুষের কাছে দাঁড়াতে পারছি না। বায়তুল মুকাররম মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছেন।
সে সময় এত অপকর্ম হয়েছে যে, ধর্মীয় নেতারাও নিরাপদ বোধ করছেন না।’ তিনি বলেন, ‘পনেরো বছরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের ছেলেরা, কৃষকরা মাঠে নেমে গণভনের দিকে দিল দৌড়, অমনি সে দৌড়ে বিমানে উঠে গেল। আমরা তখনই বলেছিলাম, মানুষের উপর এত অত্যাচার করবেন না। মানুষকে ভোট দিতে দিন, গণতন্ত্রকে চলতে দিন। কিন্তু তারা সেটা করেনি। সে জন্যই আজ এই পরিণতি।’
তিনি আরো বলেন, ‘আগামীকাল সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে। আমরাও করবো- যদি আমাদের প্রস্তাব গ্রহণ করা হয়।’ পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ জাহিদুর রহমান, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা কামাল আনোয়ার আহাম্মেদ, সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, রাণীশংকৈল উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পীরগঞ্জ উপজেলা সম্পাদক জিয়াউল ইসলাম, জেলা পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা পৌর সভাপতি শাহাজাহান আলী ও সম্পাদক মহসিন আলীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এসএস/এসএন