বিশ্বের অন্যতম ধনী তারকা হয়েও শাহরুখ খান কেন ক্ষতিকারক পানমশলা, কোমল পানীয়ের বিজ্ঞাপন করেন, সম্প্রতি এমনই এক প্রশ্ন তুলেছেন ইউটিউবার ধ্রুব রাঠি।
এক্স (পূর্ব টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে শাহরুখ খানের কাছে এমন প্রশ্ন রাখেন তিনি। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শাহরুখ খানের কাছে আমার প্রশ্ন।’
ভিডিওতে ধ্রুব রাঠি বলেন, ‘শাহরুখ খান এখন বিলিয়নিয়া— ঠিকই শুনেছেন! রিপোর্ট অনুসারে, তার মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭ হাজার কোটি টাকা।
তুমি কি জানো এটা কত? কল্পনাও করা কঠিন।’
এরপর আরো বিস্তারিতভাবে তিনি বলেন, ‘তিনি যদি প্রতিদিন বিজনেস ক্লাসে ভ্রমণ করেন, এমন হোটেলে থাকেন যেটার প্রতি রাতের ভাড়া ১০ লাখ টাকা এবং এমনকি একটি ব্যক্তিগত জেটও কেনেন — তবুও তার খরচ হবে মাত্র ৪০০ কোটি টাকা। এত টাকা কি যথেষ্ট নয়? যদি তাই হয়, তাহলে পান মশলার মতো ক্ষতিকারক কিছু প্রচার করতে আপনাকে কী বাধ্য করে?’
এত সম্পদ দিয়ে আপনি কী করবেন? এবার অন্য দৃষ্টিকোণ থেকে ভাবুন- যদি দেশের শীর্ষস্থানীয় অভিনেতা এই ধরণের ক্ষতিকারক পণ্য প্রচার বন্ধ করে দেন, তাহলে জাতির উপর এর কী প্রভাব পড়তে পারে?, তিনি আবারো প্রশ্ন রাখেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরাও তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
একজন মন্তব্য করেন, অন্য একজন যোগ করেছেন, প্রশ্নটি সরকারের কাছে হওয়া উচিত, কেন এই দেশে পান মশলা এবং গুটখা নিষিদ্ধ করা হচ্ছে না?
শাহরুখ খানকে কাঠগড়ায় দাঁড় করাতেই ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেতার একটি পুরনো একটি সাক্ষাৎকার।
সিএনএন-আইবিএন-এর সঙ্গে একটি পুরনো সাক্ষাৎকারে, শাহরুখ একটি কোমল পানীয় ব্র্যান্ডের প্রচার সম্পর্কে একই ধরনের সমালোচনা করেছিলেন। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, স্বাস্থ্যমন্ত্রী বিশেষভাবে আপনার এবং অন্যদের নাম উল্লেখ করে বলেছেন, আপনার মতো সেলিব্রিটিদের কোমল পানীয়ের বিজ্ঞাপন করা উচিত নয় কারণ এটি অস্বাস্থ্যকর এবং শিশুরা আপনাকে দেখার পরেই তা পান করতে শুরু করে।
পানীয়ের প্রচার করা প্রসঙ্গে সেই সাক্ষাৎকারে এর উত্তরে কিং খান বলেছিলেন, ‘আমি কর্তৃপক্ষের কাছে বলতে চাই যে, এটি নিষিদ্ধ করুন।
আমাদের দেশে এটি বিক্রি হতে দেবেন না। যদি ধূমপান খারাপ হয়, তাহলে সিগারেটের উৎপাদন বন্ধ করুন। যদি মনে করেন কোমল পানীয় খারাপ, তাহলে সেগুলোর উৎপাদনও বন্ধ করুন। আমার কথা হলো, এগুলো তো বন্ধ করছেন না। কারণ এখান থেকে সরকার রাজস্ব পায়।
আপনি কিছু পণ্য বন্ধ করছেন না কারণ এটি সরকারের রাজস্বের উৎস। তাহলে আমার আয়ও বন্ধ করবেন না। আমি একজন অভিনেতা। আমি কাজ করি, তার বিনিময়ে অর্থ পাই। খুব স্পষ্টতই, যদি আপনি মনে করেন কিছু ভুল হচ্ছে, তাহলে তা বন্ধ করুন। সমস্যা কোথায়?’
শাহরুখ সাফ জানিয়ে দেন, যে জিনিসটা দেশের নাগরিকদের ক্ষতি করবে বলে মনে হয়, সেটার উৎপাদনটাই আগে বন্ধ করা দরকার।
প্রসঙ্গত, শাহরুখ খান এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে আরো অভিনয় করছেন শাহরুখকন্যা সুহানা খান। এছাড়াও দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি প্রমুখকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এসএন