রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় প্রায় ২০০ ভরি স্বর্ণ, নগদ টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিবিপ্রধান শফিকুল ইসলাম পুরো চুরির চাঞ্চল্যকর ঘটনা বর্ণনা করেন।
তিনি জানান, পেশাদার চোর চক্রের একটি গ্রুপ তিন মাস রেকি করে চুরির ঘটনা ঘটায়। চুরির পর আসামিরা চট্টগ্রাম, ফরিদপুর, বরিশালে পালিয়ে বেড়ায়। এ গ্রুপের চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার আগের দিন তারা মার্কেটে রেকি করে চুরির কাজে ব্যবহৃত বোরকা, সাবল মার্কেটে রেখে আসে। পরে রাতে মার্কেটের তৃতীয় তলার বাথরুমের গ্রিলকেটে সুমন ও শাহীন ভেতরে ঢোকে। পরে তারা শম্পা জুয়েলার্সের গেট ও তালা কেটে স্বর্ন চুরি করে নিয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে ডিবি। প্রথমে চট্টগ্রাম থেকে শাহীনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে ফরিদপুরে অভিযান চালিয়ে শাহীনের বাসা থেকে প্রথমে প্রায় ১ কেজির মতো স্বর্ণ উদ্ধার করা হয। এরপর বরিশালে অভিযান চালানো হয় আরেক সহযোগী পলাতক সুমনের বাড়িতে। সেখানে বাকি ৯০ ভরি স্বর্ণ উদ্ধার করে ডিবির অভিযান পরিচালনাকারী দলটিে
স্বর্ণ চুরির ঘটনায় আরও দুই অভিযুক্ত উত্তম কানাই ও নুরুদ্দীনকেও গ্রেপ্তার করা হয়েছে। সুমনের কাছে আরও স্বর্ণ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ডিবি। এই শাহীন-সুমন জুটি ২০২১ সালে কর্নফুলি মার্কেটের স্বর্নের দোকানে বোরকা পরে চুরির ঘটনায় জড়িত ছিলো এমন তথ্য দেয় গোয়েন্দা পুলিশ।
এমকে/এসএন