অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আমরা ঐতিহাসিক জুলাই চার্টার স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানের শুরুতে কয়েক মিনিটের বিলম্ব হতে পারে।’
আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে শফিকুল আলম বলেন, ‘সব আয়োজন ঠিকঠাক আছে। ইতিমধ্যে কিছু অতিথি ভেন্যুতে এসে পৌঁছেছেন। আমাদের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা দেখতে আমরা উন্মুখ।’
এদিকে, ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের পর এখনও থমথমে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ। বৃষ্টি হওয়ার কারণে সড়কের কয়েক জায়গায় দেওয়া আগুন নিভেছে। তবে ধোঁয়া উঠেছে। সড়কের একপাশ দিয়ে এরইমধ্যে যান চলাচল শুরু হয়েছে। সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এরআগে, বেলা সোয়া ১টার পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হওয়া জুলাই যোদ্ধাদের বের করে দেয় পুলিশ। পরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। জুলাই যোদ্ধারা সংসদ ভবনের একটি গেট ভেঙে ফেলেন। আগুন দেওয়া হয় সড়কে। কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে রণক্ষেত্রে রূপ নেয় মানিক মিয়া অ্যাভিনিউ।
জুলাই যোদ্ধারা জানান, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে, জুলাইয়ে শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, সুরক্ষা আইন ও তাঁদের দায়মুক্তি নিশ্চিত করতে হবে।
বহু প্রতীক্ষিত ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ আজ সই হবে।
সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা এবং চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস সনদ সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এটি আজ শুক্রবার বিকাল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
এমআর/টিকে