দাবি আদায়ে নতুন কর্মসূচি হিসেবে আজ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শিক্ষা উপদেষ্টার ‘অসৌজন্যমূলক আচরণ’ এর প্রতিবাদ ও দ্রুত বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে শুক্রবার (১৭ অক্টোবর) তারা এ কর্মসূচি পালন শুরু করছেন।
এর আগে, সকাল ১১টা ৩৫ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রায় ৮০০ শিক্ষক-কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। শহীদ মিনার থেকে শিববাড়ি মোড় ঘুরে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে যান এবং সেখানে সকাল ১১টা ৫৫ থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে মিছিলটি পুনরায় শহীদ মিনারে ফিরে আসে।
এসময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, বিপন্ন, হতাশাগ্রস্ত শিক্ষকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। এটাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। ছয় লাখ শিক্ষক-কর্মচারী একত্রিত হলে ঢাকাকে অচল করে দেওয়া হবে।
তিনি জানান, প্রাথমিক শিক্ষকদের চার লাখ সদস্য তাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপিসহ অসংখ্য জনমানুষ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন।
তিনি আরও বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের নির্বাচিত ভিপির সঙ্গে ফিলিস্তিনের পতাকা হাতে প্রতিজ্ঞা করেছি, ন্যায্য দাবি আদায় না করে শহীদ মিনার ত্যাগ করবো না।
সমাবেশ শেষে আগামীকাল দুপুর ১২টায় কালো পতাকা মিছিলের ঘোষণাও দেওয়া হয়।
আরপি/এসএন