হংকং থেকে জাতীয় দলের ফুটবলাররা গত ১৫ অক্টোবর দেশে ফিরেছেন। দেশে ফিরেই নিজ নিজ ক্লাবে ফিরে গেছেন ফুটবলাররা। আজ থেকে কিংসের জাতীয় ফুটবলাররা অনুশীলন শুরু করলেও ছিলেন না তারিক কাজী। নানা গুঞ্জনের মধ্যেই সন্ধ্যার পর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংসের সঙ্গে চুক্তি ছিন্ন করার ঘোষণা দেন।
ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী বাংলাদেশের ফুটবলে বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন পাঁচ মৌসুমের বেশি সময়। বসুন্ধরা কিংসের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলারও তিনি। ক্লাবের সঙ্গে সুসম্পর্ক থাকলেও গত এক বছর বেতন নিয়ে টানাপোড়েন হওয়ায় তিনি কিংসের সঙ্গে আইনগতভাবে চুক্তি বাতিল করেছেন বলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, ‘আজ আমি বকেয়া বেতন পরিশোধ না হওয়ার কারণে আইনগতভাবে আমার চুক্তি বাতিল করেছি বসুন্ধরা কিংসের সাথে।’
বাতিলের ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘এক বছরের বেশি সময় ধরে অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্য দিয়ে গিয়েছি- অনিশ্চয়তার এমন এক সময়, যা আমাকে শুধু পেশাদার হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও পরীক্ষা করছে। এটি শুধু আর্থিক কষ্ট ছিল না, এটি ছিল একটি মানসিক চাপ, যা প্রকৃত পেশাদাররা নিঃশব্দে বহন করে।’
তারিক কাজী ২০২৫-২৬ মৌসুমের জন্য বসুন্ধরা কিংসের সঙ্গে নিবন্ধিত হয়েছেন। ইতোমধ্যে তিনি কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ ও ঘরেয়া ফুটবলও খেলেছেন। দিন তিনেক পর কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব খেলতে কুয়েত রওনা হবে। এমন সময় তারিক কাজীর এমন ঘোষণা ক্লাবের জন্য বড় বিপদ।
তারিক কাজী বাংলাদেশ দলেরও গুরুত্বপূর্ণ ফুটবলার। ক্লাবের পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলের কোচ খেলোয়াড়দের ডাকেন। তারিক ঘরোয়া ফুটবল না খেললে ফিটনেস ও পারফরম্যান্স প্রদর্শনের সুযোগ নেই। ফলে দলে ডাক পাওয়ার পথটা খানিকটা কঠিন। তারিক তার পোস্টে বাংলাদেশ ফুটবল দলকে ধন্যবাদ জানিয়েছেন। আবার তার গল্প এখানেই শেষ নয় নতুন অধ্যায়ের শুরু উল্লেখ করে রোমাঞ্চও উপস্থাপন করেছেন।
তারিক কাজীর আকস্মিক সিদ্ধান্ত নিয়ে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ক্লাবের ম্যানেজার এসএম ওয়াসিমুজ্জামান, মিডিয়া ম্যানেজার শিহাব, ক্লাব সভাপতি ইমরুল হাসান কেউই এই বিষয়ে কিছু বলেননি। তবে কোচিং স্টাফ সূত্রে জানা গেছে, আজ বিকেলে তারিক অনুশীলনে এসে আর্জেন্টাইন কোচ গোমেজের সঙ্গে আলোচনা করে চলে যান। এর বেশি কিছু কোচিং স্টাফের কেউ বলতে পারেননি।
গত এক বছর ধরে বসুন্ধরা কিংস আর্থিক টানাপোড়েনের মধ্যে রয়েছে। কিংসের সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে প্রাপ্য অর্থ না পেয়ে ফিফায় অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে ফিফা কিংসের ওপর ট্রান্সফার নিষেধাজ্ঞা জারি করে। ফরাসি ফিটনেস কোচ খলিল চাকরৌন ফিফায় অভিযোগ করে আবার কিংসে ফিরে এসে কাজ করছেন।
টিজে/টিএ