পরিবারের সকলে বিনোদুনিয়ায় নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তবে এই অভিনয় জগৎ থেকে অনেক দূরে রয়েছেন শর্মিলা ঠাকুরের বড় মেয়ে সাবা খান। নামী অলঙ্কারশিল্পী হিসেবেই নিজের পরিচয় গড়ে তুলেছেন তিনি। কাজের ব্যস্ততার ফাঁকে সময় পেলে পরিবারের সঙ্গেই সময় কাটান। ভাতৃবধূ করিনার সঙ্গে তাঁর বেশ ভালো সম্পর্ক। অত্যন্ত স্নেহ করেন তাঁকে। করিনার সঙ্গে বিভিন্ন সময় নানা ছবি পোস্ট করেন সাবা। কারণ ‘ভাবিজান’ করিনা যে তাঁর বড় আদরের। বরাবরের মতোই সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সাবা আর তা পোস্ট করতেই বয়ে যায় ট্রোলিংয়ের বন্যা।
সম্প্রতি করিনা ও সইফের ১৩ বছরের বিবাহবার্ষিকী পালিত হয়েছে। সেই উপলক্ষ্যেই করিনার সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান সাবা। ক্যাপশনে লেখেন, ‘তোমরা সেই আগের মতোই আছ। তোমাদের সম্পর্কে আগেও যে উষ্ণতা ছিল আজও সেই উষ্ণতা বজায় রয়েছে। তোমরা এরকমই থেকো। আমাদের পরিবারে তোমাকে আরও একবার স্বাগত।’ তাঁর সেই পোস্টে করিনার কোনও কমেন্ট দেখতে না পেয়ে জনৈক নেটিজেন মন্তব্য করে বসেন, ‘আপনার ভাবিজান করিনা মোটেই আপনাকে পছন্দ করে না। আপনাকে পাত্তাও দেয় না। সমস্ত ভাব সোহার সঙ্গে।’
আইকে/টিএ