শাহরুখের জন্মদিনে ফিল্ম ফেস্টিভ্যাল, ৩০ শহরে দেখানো হবে কিং খানের ছবি
মোজো ডেস্ক 09:28PM, Oct 17, 2025
বলিউডের ‘বাদশা’ অথবা ‘কিং খান’ এই সবকটি উপমার অধিকারী তিনি। কথা হচ্ছে বলিউডের রোম্যান্টিক হিরো শাহরুখ খানের। তাঁর জীবনটাই যেন একটা সিনেমার মতো। সিনেমাতেই তাঁর বেঁচে থাকা। আগামী মাসেই অর্থাৎ ২ নভেম্বর তাঁর ষাটতম জন্মদিন।
আর এই জন্মদিনটিকেই বিশেষ করে তুলতে বিশেষ এক উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স। শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। যা চলবে দুই সপ্তাহ। কবে থেকে শুরু হবে শাহরুখের জন্মদিন-স্পেশাল চলচ্চিত্র উৎসব?
আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশেষ এই চলচ্চিত্র উৎসব। দেশের মোট তিরিশটি শহরে চাত্তরটি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি। এক্ষেত্রে শাহরুখের দর্শক-অনুরাগীরা ফের একবার সিনেমাহলে গিয়ে তাঁর পুরনো ছবিগুলিও দেখার সুযোগ পাবেন আরও একবার।
এই খবর শুনে নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে কোন কোন ছবিগুলি রয়েছে এই তালিকায়? রয়েছে, ‘কভি হাঁ কভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ছবি।
এই বছরটা এমনিতেও কাজের দিক থেকে বেশ ভাল যাচ্ছে শাহরুখের। একের পর এক প্রাপ্তি ঘটছে তাঁর। তার মধ্যে অন্যতম তাঁর ৩৩ বছরের অভিনয় জীবনে এই বছর প্রথম জাতীয় পুরস্কার জেতা। শুধু তাই নয়, সন্তানের সাফল্যও চাক্ষুষ করেছেন তিনি।
ছেলে আরিয়ান খান ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের হাত ধরে বলিউডে পরিচালকের ভূমিকায় দারুণ সাফল্য পেয়েছে। অন্যদিকে মেয়ে সুহানাও অভিনয় করছেন তাঁর নতুন ছবি ‘কিং’এ। এই সবের সঙ্গেই তাঁর এই জন্মদিনটাও হয়ে উঠতে চলেছে চলচ্চিত্রময়। যা এক অন্যরকমের প্রাপ্তি বলা যায়।