আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর মাঠে ফেরার আগে দুঃসংবাদ পেয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটির অধিনায়ক মার্টিন ওডেগোর নতুন করে চোট পেয়েছেন হাঁটুতে। কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।
লন্ডনের ক্লাবটির কোচ মিকেল আর্তেতা শুক্রবার ২৬ বছর বয়সী ওডেগোরের চোট পাওয়ার কথা নিশ্চিত করেছেন। প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ফুলহ্যামের মুখোমুখি হবে আর্সেনাল।
“সে কয়েক সপ্তাহ বাইরে থাকবে। তার ফেরার নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। তবে তার অবস্থা উন্নতির দিকে। তার সঙ্গে যা ঘটছে, তা খুবই দুর্ভাগ্যজনক।”
“আমার ধারণা, সে কয়েক সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে…তবে দেখতে হবে তার উন্নতি কেমন হচ্ছে, হাঁটু কতটা সেরে উঠছে। এখনই কিছু বলা যাচ্ছে না।”
গত মাসে কাঁধের চোটে দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন ওডেগোর। এবার হাঁটুর সমস্যায় পড়লেন তিনি।
নরওয়ের মিডফিল্ডার ওডেগোর ছাড়াও আর্সেনালের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে ভুগছেন। মাঠের বাইরে আছেন গাব্রিয়েল জেসুস, কাই হাভার্টজ ও ননি মাদুয়েকে।
প্রিমিয়ার লিগে সাত ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।
এমআর/টিএ