চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফেরেন। এর আগে রাত ১১টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন একই দিন রাজধানীর শেরেবাংলা নগরে সাংবাদিকদের জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটি গঠন উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন।
ডা. জাহিদ সাংবাদিকদের বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষাগুলো শেষ হলে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে শিগগিরই তিনি বাসায় ফিরবেন। এখন ম্যাডামের অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় উনি হাসপাতালে গিয়েছিলেন, তার চেয়ে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছেন।
গত ১৫ অক্টোবর বুধবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য খালেদা জিয়াকে একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে গত ২৮ আগস্ট রাতেও কয়েকটি পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেদিন রাতেই তিনি বাসায় ফিরেছিলেন। তবে গত বুধবার রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে সেখানে ভর্তি করা হয়।
এসএস/এসএন