ভারতের নারী ক্রিকেটে নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন মহারাষ্ট্রের ওপেনার কিরণ নবগিরে। শুক্রবার নাগপুরে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি ট্রফিতে পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৩৪ বলে সেঞ্চুরি পূর্ণ করে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ড গড়েন তিনি।
এই ম্যাচে নবগিরে ৩৫ বলে অপরাজিত ১০৬ রান করেন। তার ইনিংসে ছিল ১৪টি চার ও ৭টি ছক্কার মার।
তার বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে মহারাষ্ট্র মাত্র ৮ ওভারেই ১১১ রানের লক্ষ্য তাড়া করে ফেলে এবং ৯ উইকেটের দারুণ জয় পায়। আর তার ব্যাটিং সঙ্গী মুকতা মাগরে দ্বিতীয় উইকেটে অপরাজিত থাকেন মাত্র ৬ রানে।
৩১ বছর বয়সী নবগিরে ভারতের হয়ে এর আগে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার এ ইনিংসে স্ট্রাইক রেট ছিল ৩০২.৮৬, যা নারী ক্রিকেট ইতিহাসে একমাত্র সেঞ্চুরি যেখানে কোনো ব্যাটার ৩০০-এর ওপরে স্ট্রাইক রেটে শতক করেছেন।
এর মাধ্যমে নবগিরে ভেঙেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার সোফি ডিভাইনের রেকর্ড। সোফি ২০২১ সালে ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন।
তবে আন্তর্জাতিক পর্যায়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনো রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্দ্রা ডটিনের দখলে। তিনি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৮ বলে সেঞ্চুরি করেছিলেন।
আইকে/এসএন