ব্যাপক সাফল্যের পর ‘জওয়ান’ দিয়ে বিশ্বব্যাপী আলোচনায় থাকা পরিচালক অ্যাটলি এবার ইতিহাস গড়লেন বিজ্ঞাপনের জগতে। চিং’স দেশি চাইনিজ ব্র্যান্ডের জন্য তিনি তৈরি করেছেন ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপনচিত্র, বাজেট প্রায় ১৫০ কোটি রুপি। এই বিজ্ঞাপনে অভিনয় করেছেন রণবীর সিং, ববি দেউল ও শ্রীলেখা, আর উপস্থাপনাটি এতটাই সিনেম্যাটিক যে এটি প্রচলিত বিজ্ঞাপন নয়, বরং একেবারে অ্যাটলি-স্টাইলের মিনি ব্লকবাস্টার।
একাধিক আন্তর্জাতিক লোকেশনে নির্মিত এই অ্যাড ফিল্মে রয়েছে বিলাসবহুল সেট, আধুনিক ভিএফএক্স ও অত্যাধুনিক অ্যাকশন ধারার ছাপ, ঠিক যেন ‘মার্সাল’, ‘বিগিল’ কিংবা ‘জওয়ান’-এর ধারাবাহিকতা। বিজ্ঞাপনের মধ্যেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মতো নির্মাণশৈলী এনে ব্র্যান্ড ফিল্মের মানদণ্ডই পাল্টে দিলেন অ্যাটলি।
এই সময়েই সমান্তরালে কাজ চালিয়ে যাচ্ছেন তার পরবর্তী সায়েন্স-ফ্যান্টাসি সুপারপ্রজেক্টে, যেখানে অভিনয় করবেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। ছবিের অস্থায়ী নাম AA22xA6, আর বাজেট প্রায় ৭০০ কোটি রুপি — যা ভারতীয় ছবির ইতিহাসে বিরল এক প্রযোজনা।
একদিকে বিজ্ঞাপন জগতে রেকর্ড, অন্যদিকে পূর্ণদৈর্ঘ্য সুপারস্কেল সিনেমার প্রস্তুতি, এক কথায় অ্যাটলি বর্তমানে ভারতীয় বিনোদন শিল্পের স্কেল ও সৃজনশীলতার সীমানা নতুন করে সংজ্ঞায়িত করছেন।
আইকে/টিএ