ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় খুলতে চলেছে আবারও বাহুবলী। প্রায় এক দশক পর মহিষ্মতি সাম্রাজ্যের গৌরব ফিরে আসছে আরও মহাকাব্যিক রূপে, নির্মাতারা দুটি পর্ব একত্রিত করে বিশাল এক্সটেন্ডেড ফিচার হিসেবে মুক্তি দিচ্ছেন বাহুবলী: দ্য এপিক নামে, যার দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৪৪ মিনিট। এই নতুন সংস্করণে আরও পরিশোধিত ভিএফএক্স, তীক্ষ্ণ ভিজ্যুয়াল ও বৃহত্তর স্কেলে গল্প বলার প্রতিশ্রুতি দিয়েছে টিম।
আগামী ৩১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে মহাকাব্যের এ পুনর্জন্ম। উত্তর আমেরিকায় ইতিমধ্যেই অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে, আর সাড়া মিলছে উচ্ছ্বসিত তুফানের মতো। আন্তর্জাতিক বাজারে শত শত আইম্যাক্স স্ক্রিনে একযোগে মুক্তির পরিকল্পনা রয়েছে, আর অন্ধ্র ও তেলেঙ্গানায় রেকর্ডসংখ্যক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে এই ফিচার সংস্করণ।
ছবিটির নতুন কাট শেষ পর্যন্ত লক হয়েছে সম্প্রতি, সম্পূর্ণ প্রযুক্তিগত পুনর্গঠনের পর। এরই মধ্যে ঘোষণা এসেছে যে প্রভাস, অনুষ্কা শেঠি ও রানা দগ্গুবতীকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার প্রকাশিত হবে ২৩ অক্টোবর, যা মিলবে প্রভাসের জন্মদিন উপলক্ষে।
সিনে ইতিহাস পাল্টে দেওয়া এই ফ্র্যাঞ্চাইজিটি এখনো ভারতীয় দর্শকের আবেগের কেন্দ্রবিন্দু। আর সেই আবেগেই আবারও ঘূর্ণিঝড় তুলতে প্রস্তুত বাহুবলী: দ্য এপিক, প্রমাণ করে, কিংবদন্তি কখনো পুরোনো হয় না, সে শুধু আরো মহিমান্বিত হয়ে ফিরে আসে।
আইকে/টিএ