আগামী দু-তিন বছরের মধ্যে সরকারি সব প্রতিষ্ঠান নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনা হবে বলেও জানিয়েছেন বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত তিন দিনব্যাপী জলবায়ু সপ্তাহের উদ্বোধনী দিনের আলোচনায় এই কথা জানান তিনি।
রিজওয়ানা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শুধু প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘমেয়াদি অভিযোজন কৌশল ও প্যারাডাইম শিফটিং প্রয়োজন।’
সেমিনারে জলবায়ু পরিবর্তনের সংকট থেকে উত্তরণে করণীয় নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন দেশি-বিদেশি গবেষক ও অংশীজনসহ নীতি-নির্ধারকরা।
এ সময় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার তাগিদ দেয়া হয়। সেইসঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানো নিয়ে আলোচনা করেন বক্তারা।
এছাড়া বাজেটে অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বিশ্বের উন্নত দেশগুলোর আর্থিক ক্ষতিপূরণের বিষয়টিও উঠে আসে।
পিএ/টিএ