আফগানিস্তান সব উপকার ভুলে গেছে : আফ্রিদি

পাকিস্তান-আফগানিস্তানের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরেছে দেশ দুইটির মধ্যকার রাজনৈতিক অস্থিরতায়। দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে পাল্টাপাল্টি হামলা চলছে, উভয়পক্ষ যুদ্ধবিরতিতে গেলেও তা বেশি সময় স্থায়ী হয়নি। এরই মাঝে পাকিস্তানের এক বিমান হামলায় গতকাল (শুক্রবার) স্থানীয় তিন ক্রিকেটার নিহতের কথা জানিয়েছে আফগানিস্তান। যে কারণে শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে রশিদ খানরা নিজেদের সরিয়ে নিয়েছে।

আফগানিস্তানের এমন সিদ্ধান্ত ভালোভাবে নিচ্ছেন না শহিদ আফ্রিদি। তার মতে পাকিস্তান সবময় আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার এক্সে লিখেছেন, 'পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে, তাদের দুঃখ-কষ্টকে নিজেদের দুঃখ হিসেবে দেখেছে। সীমান্ত খুলে দিয়েছে ভাইদের জন্য। ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে।'

ব্যক্তিগত উদ্যোগে আফগানিস্তানের কিছু পরিবারের দায়িত্ব পালন করে আসছেন আফ্রিদি। তিনি বলেন, 'নিজের সামর্থ্য অনুযায়ী আমিও ৩৫০টি আফগান পরিবারের দেখাশোনা করি। তবু খুব দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এসব উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে।'

'আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামি দেশ। সুতরাং আফগানিস্তান এমন কোনো দেশের হাতে যেন ব্যবহৃত না হয়, যে দেশ ইতিমধ্যে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহযোগিতা করছে।'-যোগ করেন তিনি।

এর আগে এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, 'আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে, যাঁরা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন।'

'মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদে ও নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানকে নিয়ে নভেম্বরের শেষ দিকে এটি খেলার কথা ছিল।'-যোগ করেন তিনি।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শাহজালাল বিমানবন্দরের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি Oct 18, 2025
img
ঢাকার ৪ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর Oct 18, 2025
সাংবাদিকদের ওপর মেজাজ হারালেন বিএনপি মহাসচিব! Oct 18, 2025
img
শত টন পণ্য পুড়ে ছাই হওয়ার আশঙ্কা শাহজালাল বিমানবন্দরে Oct 18, 2025
img
বিমানবন্দরের অগ্নিকাণ্ড কি দুর্ঘটনা নাকি নাশকতা, এ ব্যাপারে আমরা উদ্বিগ্ন : ডা. শফিকুর রহমান Oct 18, 2025
img
এনসিপি হয়তো নির্বাচনে অংশ নেবে না : মোস্তফা ফিরোজ Oct 18, 2025
বাবর আজমের টি-টোয়েন্টি কমব্যাক নিশ্চিত! Oct 18, 2025
বাংলাদেশ ক্রিকেট মানেই সাকিবকে বুঝি Oct 18, 2025
তিন খানের গল্পে রিয়াদে মঞ্চজুড়ে হাসি, স্মৃতি আর বন্ধুত্ব Oct 18, 2025
গসিপ ও ট্রল উপেক্ষা করে নিজের পথে ইধিকা Oct 18, 2025
মান্নাত ছেড়ে ভাড়া বাড়িতে শাহরুখ খান Oct 18, 2025
অগ্নিকাণ্ডের শুরুটা কেমন দেখছিলেন আনসার ও ট্রাফিক সহায়তাকরীরা? Oct 18, 2025
রাকসু নির্বাচন শেষে কর্তৃপক্ষের উদাসীনতায় শিবিরের ক্যাম্পাস পরিষ্কার উদ্যোগ Oct 18, 2025
শি জিনপিংয়ের নেতৃত্বে সামরিক শৃঙ্খলা অভিযান Oct 18, 2025
img
এবার বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন Oct 18, 2025
img
অধ্যাপক তোফায়েল আহমেদের বাসভবনে জামায়াতের আমির Oct 18, 2025
img
বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি Oct 18, 2025
img
নিরাপত্তার চাদরে মোড়া উত্তরা, ৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন Oct 18, 2025
img
রাত ৯টা থেকে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দর Oct 18, 2025
img
মালয়েশিয়ায় টি-টোয়েন্টি লিগে মেন্টর হচ্ছেন তামিম ইকবাল Oct 18, 2025