লালন শাহ স্মরণে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত হয়েছে কনসার্টের। এখানে সাঁইজির গান পরিবেশন করেন শিল্পীরা।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে এই কনসার্ট শুরু হয়।
এর আগে, বিকেল থেকেই লালন ভক্তরা ভিড় জমাতে শুরু করেন সোহরাওয়ার্দি উদ্যানে। একক ও দলগতভাবে শিল্পীরা লালনের নানা আধ্যাত্মিক ও দর্শন বিষয়ক গানগুলো পরিবেশন করেন। পাশাপাশি সাম্প্রতিককালে লালনের যে গানগুলো জনপ্রিয়তা পেয়েছে সেসবও পরিবেশন করেন শিল্পীরা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই কনসার্টের আয়োজন করে। কনসার্টে নানা পেশা ও বয়সের মানুষ অংশ নেয়।
উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো জাতীয়ভাবে লালন শাহের তিরোধানকে স্মরণীয় করতে রাজধানীতে লালনের কনসার্ট আয়োজন করা হলো।
আরপি/টিকে