শ্রমিকদের কর্মবিরতির ডাকে অচল চট্টগ্রাম বন্দর

প্রাইমমুভার ও সিঅ্যান্ডএফ শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। বন্দর থেকে সব ধরনের পণ্য ও কনটেইনার আনা-নেওয়া বন্ধ রয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়।

নতুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ি সিঅ্যান্ডএফ কর্মচারীদের গেটপাসের ফি বৃদ্ধির ঘটনায় প্রাইমমুভার, ট্রেইলার মালিক সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন এই কর্মসূচি পালন করছে। একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতি। তবে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলবে।

চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্টদের সঙ্গে দুপুরে বৈঠক করার কথা রয়েছে বন্দর চেয়ারম্যানের।

সূত্র জানায়, দেশের প্রধান সমুদ্রবন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় কনটেইনার পরিবহনের ট্রেইলার চালাচ্ছেন না মালিকরা। ব্যক্তিমালিকানার এসব ট্রেইলার আন্তঃজেলা রুটে কনটেইনার পরিবহন করে। তবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ডিপো বা অফডকের ট্রেইলার চলছে।

চট্টগ্রাম প্রাইমমুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, কর্মবিরতি বা ধর্মঘট নয়, প্রাইমমুভার মালিকরা ৫৭ টাকার পাস ২৩০ টাকা করায় গাড়ি চালানো বন্ধ রেখেছেন।

চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন ভূঁইয় জানান, সিঅ্যান্ডএফ মালিক ও শ্রমিকরা সকাল ৯টা থেকে চট্টগ্রাম বন্দরে চার ঘণ্টার কর্মবিরতি পালন করছেন।

এদিকে, প্রাইমমুভার মালিকদের ট্রেইলার, আন্তঃজেলা পণ্যবাহী গাড়ি চলাচল না করা এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতিতে উদ্বেগ জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। তাদের আশঙ্কা এভাবে চলতে থাকলে একসময় অচলাবস্থা তৈরি হবে। তাই নতুন ট্যারিফ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে সব স্টেকহোল্ডারদের মধ্যে আলোচনা ও সমন্বয় প্রয়োজন।

শনিবার বিভিন্ন সেবায় অযৌক্তিক ও অতিরিক্ত ট্যারিফ আরোপের প্রতিবাদে পোর্ট ইউজার্স ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় এক সপ্তাহের মধ্যে নতুন ট্যারিফ সমস্যার সমাধান না হলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ফোরামের সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।

সরেজমিনে দেখা গেছে, বন্দরের সবগুলো গেট বন্ধ রয়েছে, কোনো গাড়ি প্রবেশ করছে না। নিত্যদিনের মতো বন্দরের গেটগুলোতে ট্রাক কিংবা কাভার্ডভ্যানের কোনো জটলা নেই।

বন্দরের ৫ নম্বর গেটে বসে থাকা সিঅ্যান্ডএফ জেটি সরকার মোহাম্মদ সেলিম দেশের একটি গণমাধ্যমকে বলেন, আমি ৩৫ বছর ধরে বন্দরে সিঅ্যান্ডএফের কাজ করছি। প্রথমে গেটপাস ৫০ পয়সা ছিল। ধীরে ধীরে বেড়ে ১০ টাকা হয়েছে। এখন এক লাফে ১১৫ টাকা করা হয়েছে। এজন্য আমরা কর্মবিরতি পালন করছি। কোনো পণ্য খালাস নিচ্ছি না। কোনো পণ্য জাহাজীকরণ হচ্ছে না।

সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোবারক আলী দেশের একটি গণমাধ্যমকে বলেন, গেটপাস ফি বাড়িয়ে দেওয়ার কারণে আমরা কর্মবিরতি শুরু করেছি। অথচ আমরা যাবতীয় রাজস্ব আদায়ে কাজ করি। বন্দরের উচিত আমাদের গেটপাস ফি একেবারে মওকুফ করে দেওয়া। সেখানে ১১৫ টাকা করা অযৌক্তিক।

বন্দর সচিব মো. ওমর ফারুক দেশের একটি গণমাধ্যমকে বলেন, ট্রেইলার ও পণ্যবাহী গাড়ি চলাচলে বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু বন্দরের হ্যান্ডলিং ও অপারেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নিষেধাজ্ঞা শেষে পশ্চিমবঙ্গে ধরা পড়ছে ইলিশ Oct 19, 2025
img
পিচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুশফিকের রহস্যময় পোস্ট Oct 19, 2025
img
নির্বাচনে বিএনপিকেই জয়ী করতে হবে : শামসুজ্জামান দুদু Oct 19, 2025
img
ক্ষতির হিসাব চলছে, বিকেলে বৈঠক ডেকেছে মন্ত্রণালয় Oct 19, 2025
img
বিদেশযাত্রা বাতিল, মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল Oct 19, 2025
img
সাম্প্রতিক আগুনের ঘটনাগুলো ‘সন্দেহজনক’, মির্জা গালিব Oct 19, 2025
img
নির্বাপণ কাজে বিলম্বের অভিযোগ আমলে নেয়া হবে: বিমান উপদেষ্টা Oct 19, 2025
img
আমি এখন আগের চেয়েও বেশি ফিট: কোহলি Oct 19, 2025
img
মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধিরা Oct 19, 2025
img
মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধিরা Oct 19, 2025
নেটিজেনদের মন জয় করলো নুসরাত–যশের মিষ্টি রসায়ন Oct 19, 2025
img
২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: মাহমুদ হাসান খান Oct 19, 2025
মাছ লুট ও হামলা! শ্রমিকদল নেতার বিরুদ্ধে যুবদল নেতার অভিযোগ! Oct 19, 2025
শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়াল সরকার Oct 19, 2025
সালাহউদ্দিনের মন্তব্যে ক্ষমা চাওয়ার দাবি নাহিদ ইসলামের Oct 19, 2025
img
বাংলাদেশের প্রেক্ষাপটে পিআরের কোনো সাকসেসফুল স্টোরি নেই : ডা. সায়ন্থ Oct 19, 2025
পাকিস্তানকে ভুলে গেছে আফগানরা, অভিযোগ শহীদ আফ্রিদির Oct 19, 2025
img
বুলেটপ্রুফ গাড়ি কিনছে বিএনপি Oct 19, 2025
img
পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা : পরিবেশ উপদেষ্টা Oct 19, 2025
img
সংঘর্ষে জরালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা Oct 19, 2025