হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে যায়; ফলে সিলেটের ব্লু বার্ড স্কুলে আয়োজিত কনসার্টে অংশ নিতে পারেনি জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল ব্যান্ডটির। কিন্তু শেষ মুহূর্তে তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল হয়।
রবিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ভক্তদের প্রতি দুঃখপ্রকাশ করেছে আর্টসেল।
সেখানে তারা লিখেছে, ‘আমরা দুঃখিত। ইনস্ট্রুমেন্টসহ গতকাল (শনিবার) শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ঢাকা এয়ারপোর্টে ছিলাম। আশা করেছিলাম, হয়তো যেকোনো সময় ডাক আসবে। তোমরাও অপেক্ষা করছিলে ভালোবাসা নিয়ে।
তবু দেখা হলো না!’
আর্টসেল আরো লিখেছে, ‘এই ভয়াবহ ঘটনায় সব ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়, পরে রাত ৯টার পরে কিছু ফ্লাইট চালু হলেও আমাদের নির্ধারিত ফ্লাইটটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। গতকাল সিলেটের কনসার্টের জন্য আমরা আর্টসেল দারুণভাবে প্রস্তুতি নিয়েছিলাম। উদগ্রীব হয়ে ছিলাম সিলেটের আর্টসেল ফ্যানদের মন জয় করার জন্য।’
এদিকে এক বিবৃতিতে বলা হয়, ‘বিমানবন্দরের এই অগ্নিকাণ্ডে বহু ব্যবসায়ী, কর্মচারী ও নিরাপত্তাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আগুনে পুড়ে গেছে একের পর এক গুদাম, ক্ষতির পরিমাণ আনুমানিক কোটি ডলার বলে ধারণা করা হচ্ছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন আনসার ও পুলিশ সদস্যও।’
আরপি/টিকে