মসলিনের লাল পাঞ্জাবি, সঙ্গে ধুতি। মুম্বইয়ে প্রাক-দীপাবলির জমকালো পার্টিতে এক্কেবারে বাঙালি বাবুর লুকে ধরা দিলেন ছোটে নবাব সাইফ আলি খান। বাঙালি সাজ তাঁর বিশেষভাবে পছন্দ। আর এদিন এই পোশাকে সাইফকে সাজালেন কলকাতার ডিজাইনার অভিষেক রায়। বিগত বেশ কয়েকবছর ধরেই সইফের পোশাক পরিকল্পনা করছেন অভিষেক। দু’জনের মধ্যেই এখন সম্পর্ক খুব কাছের মানুষের মতোই। তবে শুধু সইফ নন তাঁর পাশাপাশি জমকালো এই প্রাক-দীপাবলির পার্টিতে একইসঙ্গে তৈমুর ও জেহর জন্যও পোশাক ডিজাইন করেছেন অভিষেক। দীপাবলি স্পেশাল বাঙালি পোশাক অর্থাৎ ধুতি পাঞ্জাবিই পরেছিলেন এদিন সইফ ও তাঁর দুই ছেলে। পারিবারিক এই পার্টিতে ঠিক কীভাবে সেজে ওঠার পরিকল্পনা ছিল সাইফের এবং অভিষেক কীভাবে পুরোটা প্ল্যান করেছেন নায়কের ইচ্ছার কথা মাথায় রেখে? তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল কলকাতার ডিজাইনার অভিষেক রায়ের সঙ্গে। পুরো পরিকল্পনা ভাগ করে নিলেন তিনি।
অভিষেক বলেন, “এ বছর সাইফ নিজেই লাল রঙের পোশাক পরতে চেয়েছিলেন। সাইফ সবসময়ই বাঙালি সাজপোশাক এক্সপ্লোর করতে চান। শুধু তাই নয় পাঞ্জাবিতে ‘সাইড নেক’ ডিজাইন ওঁর বিশেষ পছন্দের। তাই তাঁর পছন্দের কথা মাথায় রেখে সেভাবেই পোশাক তৈরি করা হয়েছে। এবং বাঙালিয়ানার ছোঁয়া দিতে ওঁর পাঞ্জাবিতে মাছের মোটিফও রাখা হয়েছে। তবে তৈমুর ও জেহর জন্য সাইড নেক ডিজাইনের বদলে বাবু পাঞ্জাবিই রাখা হয়েছিল। তবে রঙ একই, লাল। তিনজনের পাঞ্জাবিই মসলিন দিয়ে বানানো হয়েছে।” যেন, ‘রেড ইজ দ্য নিউ ব্ল্যাক’।
অভিষেক আরও বলেন, “সাইফ, পোশাকের কাপড় নিয়ে বেশ খুঁতখুঁতে। তাই ওঁর পছন্দের কথা মাথায় রেখে আমাকে মসলিন দিয়েই ওঁর পোশাক ডিজাইন করতে হয়। আর এবারও ও বরাবরের মতো একটা মেসেজ করেছিল দীপাবলির পোশাক নিয়ে কী ভাবছি তা জানতে। তারপরই দীপাবলির এই পার্টির পোশাক নিয়ে আলোচনা হয়। সইফ ওঁর পছন্দমত রঙ বলে দেন।
এর আগে, এক্কেবারে শুরুর দিকে সইফ পোশাক নির্বাচনের আগে সেগুলো আমার কাছে দেখতে চাইতেন। কিন্তু এখন এত বছরে ওঁর আমার প্রতি ভরসার জায়গাটা এতটাই তৈরি হয়ে গিয়েছে যে সবটাই আমার উপর ভরসা করে ছেড়ে দেয়।” তবে কলকাতার ডিজাইনার অভিষেক রায়কে এরপরই প্রশ্ন করা হয় তাকে কবে সইফের ছবিতে কবে পোশাক ডিজাইন করবে? উত্তরে একগাল হেসে অভিষেক বলে, “আশা করছি খুব তাড়াতাড়ি।” তাঁর এই উত্তরে আগামীদিনে সইফের সঙ্গে অভিষেকের কাজের পরিধি যে আরও বাড়তে চলেছে এমনই ইঙ্গিত দেন তিনি। তবে এর বেশি খোলসা করেননি কিছুই। পরিবারের সঙ্গে সইফের প্রাক-দীপাবলি পার্টির সেই সাজের ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে। পরিবারের সঙ্গে হাসিমুখে ধরা দিয়েছেন তিনি।
এসএন