দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ হিসেবে ভারতের উপকূল অতিক্রম পারে। এর প্রভাবে আগামী শুক্রবার থেকে চার-পাঁচ দিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এতে কমতে পারে তাপমাত্রা ও গরমের অনুভূতিও।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে রম্নপ নিয়ে ভারতের দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূল উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে ২৪ অক্টোবর (শুক্রবার) থেকে ২৮ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রাও কমতে পারে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবারও দেশের বেশির ভাগ অঞ্চল থাকতে পারে বৃষ্টিহীন। চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।
কিছুটা বাড়তে পারে রাতের তাপমাত্রা।
সোমবার দেশের বেশির ভাগ অঞ্চল ছিল বৃষ্টিহীন। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে মাত্র তিনটিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, ১৩ মিলিমিটার।
প্রায় বৃষ্টিশূন্য হয়ে পড়ায় কিছুদিন ধরেই দেশে তাপমাত্রা ও গরমের অনুভূতিও কিছুটা বেশি।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে, ৩৬.২ ডিগ্রি। ঢাকায় সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
এমকে/এসএন