অবশেষে সামাজিক মাধ্যমে সরব হলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করলেন ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে তিনি সুইমিংপুলের পানিতে নেমে আছেন। ক্যাপশনে লিখেছেন, আইলাবিউ। তবে প্রশ্ন রাখে যে, এটি কি রিপন মিয়া পোস্ট করেছেন? নাকি তার ম্যানেজার বা তাকে যে নিয়ন্ত্রণ করেন সেই সজিব।
তবে নেটিজেনরা রিপন মিয়ার এই আগমনকে স্বাগত জানাচ্ছেন।
রিপন মিয়ার ফেসবুকে সর্বশেষ পোস্ট ছিল তার অভিযোগ। সেই অভিযোগের পর ঘটে গেছে অনেক ঘটনা। রিপনের বিরুদ্ধেও উঠে আসে অনেক অভিযোগ।
এরপর টেলিভিশন চ্যানেলে মা-স্ত্রীকে নিয়ে এসে ব্যাখ্যা প্রদান করেন।
রিপন মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ ছিল গুরুতর। তিনি মায়ের দেখাশোনা করেন না, মা-বাবা থাকেন ভাঙা বাড়িতে। কিন্তু নিজেই থাকছেন নতুন বানানো বাড়িতে।
তবে পরে মা এসব অভিযোগ টেলিভিশন চ্যানেলে অস্বীকার করেন। ভুলভাবে বলেছিলেন বলে জানান।
এই ঘটনার পর রিপন মিয়াকে সহজ সরলভাবে নেটিজেনরা যেমন গ্রহণ করেছিল সেভাবে আর করবে কি না সংশয় ছিল। নেটিজেনদের মধ্যে অনেকেই বলছেন সেই সংশয় কতটুকু বোঝার জন্য রিপন মিয়া সুইমিংপুলে নামার ছবিটি পোস্ট করেছেন।
আরপি/এসএন