সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীর মধ্যে কোনো ভয় বা আতঙ্ক নেই। তাদের চেহারায়ও পরিবর্তন হয়েছে। অসাধারণ সুন্দর সুন্দর পোশাক পড়ে তারা ডেইলি কোর্টে আসছেন।
রনি বলেন, যেসব আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন, যাদের পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ছিল ব্যক্তিগতভাবে, তারা প্রতিদিন সকাল-বিকাল টেলিফোন করে কান্নাকাটি করতেন।
গত দুই তিন মাস ধরে তাদের কোনো রকম কান্নাকাটি আমি দেখছি না। তারা টেলিফোনই করছেন না।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
গোলাম মাওলা বলেন, যারা জেলখানাতে ছিলেন তাদের মধ্যে যারা স্টার পলিটিশিয়ান মনে হচ্ছে তারা সবাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।
অসাধারণ সুন্দর সুন্দর পোশাক পড়ে তারা ডেইলি কোর্টে আসছেন। নরমালি যখন তারা রাজনীতি করতেন সেই সময়টিতে পোশাকের যে বহর ছিল, একেবারে ধোলাই করা বা লন্ড্রি থেকে এনে যেভাবে তারা পোশাক পড়তেন তার চেয়েও অনেক সুন্দর।
সাবেক এই সংসদ সদস্য বলেন, তাদের চেহারাও সুন্দর হয়ে গেছে। কারো মধ্যে হতাশা নেই এবং কোনোরকম ভয়ভীতি আতঙ্ক কাজ করছে না।
বিভিন্ন মানুষ বিভিন্ন এঙ্গেল থেকে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে, নির্বাচনের আগে আওয়ামী লীগের দুই-চারজনকে ফাঁসিতে লটকানো হবে। কিন্তু এতে করে আওয়ামী লীগের বন্দি যারা আছেন তাদের মধ্যে কোনোরকম আতঙ্ক তো দূরের কথা, একটা মশা দেখলে যেভাবে মানুষ ভয় পায়, তারা এমন নির্ভারভাবে আসা যাওয়া করছেন তাদের মধ্যে কোন ভয়ভীতি আতঙ্ক নেই।
রনি আরো বলেন, যেভাবে তারা ঠাট্টা-মসকারা করছেন, কথাবার্তা বলছেন এবং ধীরলয়ে চলাফেরা করছেন -মনে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তারা ওখানে কিছু সময়ের জন্য আছেন এবং অভিনয় করছেন।
পিএ/এসএন