বরিশালে তৃতীয় দিনে কর আদায় প্রায় ৪৬ লাখ টাকা

আয়কর মেলার তৃতীয় দিন শনিবারে বরিশালে শহরে ৪৫ লাখ ৯২ হাজার টাকা আদায় হয়েছে।

বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ জানান, তৃতীয় দিনে বিভাগীয় শহর বরিশালের মেলায় ৪৫ লাখ ৯২ হাজার ৯৪৭ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি তৃতীয় দিনে রিটার্ন জমা দিয়েছেন এক হাজার ২৫৬ জন করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ৩৫ জন। আর সেবা গ্রহণ করেছেন দুই হাজার ৫২৭ জন। 

এছাড়া বরিশাল কর অঞ্চলের আওতায় ঝালকাঠি জেলায় মেলার দ্বিতীয় দিন শনিবারে দুই লাখ ৯৩ হাজার ৩৪৩ টাকার আয়কর আদায় করা হয়েছে।

পটুয়াখালী জেলায় মেলার দ্বিতীয় দিন শনিবারে পাঁচ লাখ ২৪ হাজার ৩৭ টাকার আয়কর আদায় করা হয়েছে।

এছাড়া বরগুনা জেলায় মেলার প্রথম দিন শনিবার ১৫ লাখ ৯ হাজার ৩৩৮ টাকার আয়কর আদায় করা হয়েছে।

পিরোজপুর জেলায় মেলার প্রথম দিন শনিবার ১০ লাখ ৭৩ হাজার ৮০২ টাকার আয়কর আদায় করা হয়েছে।

১৪ নভেম্বর থেকে শুরু হওয়া বরিশাল কর অঞ্চলের এ মেলা আগামী ২০ নভেম্বর শেষ হবে। নির্ধারিত স্থানে অনুষ্ঠিত এ মেলা প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

 

টাইমস/এসআই

 

Share this news on: