বিশ্বে মূল্যায়ন হয় কাজে, নোবেল নয় : মাসুদ কামাল

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, নোবেল জয়ী হওয়া কোনো ব্যক্তিকে স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক মর্যাদা দেয় না। আন্তর্জাতিক মহলে সম্মান এবং স্বীকৃতি আসে তার কার্যক্রম ও নেতৃত্বের কাজের ভিত্তিতে। একজন নোবেল বিজয়ী রাষ্ট্রপ্রধান হলেও বিশ্বের নজর এবং মূল্যায়ন থাকে তার সরকারের কর্মকাণ্ড এবং অর্জিত ফলাফলের ওপর। ব্যক্তিগত খ্যাতি বা পরিচিতি এখানে কম গুরুত্বপূর্ণ।

বুধবার (২২ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে মাসুদ কামাল এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, ড. ইউনূস যেভাবে দেশ চালাচ্ছেন অর্থাৎ যেভাবে দেশটাকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দাবি করছেন, সেটা সারা দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলো কতটুকু মানছে, সেটাই মূল প্রশ্ন। গতকাল আমি ছয়টি আন্তর্জাতিকভাবে পরিচিত সংগঠনের নাম বলেছিলাম, যাদের সঙ্গে উনার সম্পর্ক খুব ভালো। উনি যখন আমেরিকায় গিয়েছিলেন, তখন তাদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকের পর তারা একটি চিঠি লিখে ড. ইউনূসকে বলেছেন যে, তারা দেখতে চায় উনি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন।

তিনি আরো বলেন, ‘ড. ইউনূসের পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক খুব শক্তিশালী, সেটি বাস্তবে কতটা কার্যকর হয়েছে। আমরা ভেবেছিলাম, উনি যদি রাষ্ট্রক্ষমতায় আসেন তাহলে পশ্চিমা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়ক উনার সঙ্গে দেখা করতে আগ্রহী হবেন, উনার সঙ্গে কথা বলবেন, উনার ভাবনাকে গুরুত্ব দেবেন। কিন্তু বাস্তবতা হলো, সেটি আমরা দেখতে পাইনি।

মাসুদ কামাল বলেন, যখন একজন নোবেল বিজয়ী সরকার প্রধান হন তখন আন্তর্জাতিক মহলে তাকে আর নোবেল বিজয়ী হিসেবে দেখা হয় না। তাকে দেখা হয় সরকারের প্রধান হিসেবে, সরকারের প্রতিনিধি হিসেবে। তখন তারা বিচার করে, এই সরকারের প্রধান হিসেবে তিনি কি কি কাজ করেছেন, কি কাজ করতে চাচ্ছেন। ব্যক্তিগত সম্পর্ক আর ততটা কাজে আসে না।

আমরা সেই দৃশ্যের বাস্তবতা নির্মমভাবে দেখেছি।

এবং সেই দৃশ্যের দ্বিতীয় ধাপ আমরা আজও দেখছি।

আইএমএফ স্পষ্টভাবে জানিয়েছে, নির্বাচিত সরকার ছাড়া তারা ঋণ দিতে পারে না। আমাদের জন্য নির্ধারিত ঋণ ছয়টি কিস্তিতে দেওয়ার কথা ছিল। এর মধ্যে পাঁচটি কিস্তি দেওয়া হয়েছে। ষষ্ঠ কিস্তি, যা প্রায় ৮০ কোটি ডলারের বেশি, ডিসেম্বরে দেওয়া হওয়ার কথা ছিল। আইএমএফ স্পষ্ট করে জানিয়েছে, তারা ষষ্ঠ কিস্তি এখনই ছাড়বে না। কারণ তারা চায়, ঋণের টাকা কেবল নির্বাচিত সরকারের হাতে যাবে।

আইএমএফ বলেছে, নতুন সরকার আসার পর তারা দেখবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে, তা কতটা কার্যকর হয়েছে। তারা মনে করে না—এই সংস্কার কার্যক্রম হুবহু বাস্তবায়িত হবে। তারা চাইবে, নতুন সরকার সেই কার্যক্রমের মূল্যায়ন করবে এবং সেই মূল্যায়নের ওপর নির্ভর করে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেবে। অর্থাৎ, বর্তমান সরকারের ওপর তারা নির্ভর করতে পারছে না এবং ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ঋণ দেওয়া হবে না।

তিনি বলেন, আমাদের রিজার্ভ আগের তুলনায় বেড়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটি একটি ইতিবাচক দিক। অর্থমন্ত্রী ভালো কাজ করছেন এবং বাংলাদেশ ব্যাংক কিছু ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে। তবে কিছু দুর্বল ব্যাংক একীভূত করার ক্ষেত্রে গভর্নর যথাযথ উদ্যোগ নেননি। ফলে কিছু জায়গায় ব্যর্থতা দেখা দিয়েছে। মূল বিষয় হচ্ছে আইএমএফের ঋণের টাকা এখন দেওয়া হচ্ছে না। টাকার পরিমাণ ইম্পর্টেন্ট নয়; গুরুত্বপূর্ণ হলো, আন্তর্জাতিকভাবে এই সরকারের ইমেজ। ড. ইউনূস দেশটাকে পশ্চিমা বিশ্বের কাছে একটি সম্ভাবনাময় দেশ হিসেবে তুলে ধরতে পারেননি। আন্তর্জাতিকভাবে উনার পরিচিতি এবং নোবেল বিজয়ী হওয়া সত্ত্বেও, এটি আমাদের জন্য কোনো বড় সুবিধা আনতে পারেনি। এটাই উনার ব্যর্থতা।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক বাগবিতণ্ডার জেরে ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ Oct 23, 2025
img
গাজীপুরে সেনাবাহিনীর সহায়তায় ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সচল Oct 23, 2025
img
ট্রাম্প-পুতিন বৈঠক অনিশ্চিত, ‘অফলপ্রসূ' আলোচনায় রাজি নন ট্রাম্প Oct 23, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ

গার্ডনারের দুর্দান্ত সেঞ্চুরি, ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় পেল অস্ট্রেলিয়া Oct 23, 2025
img
ভারত থেকে ২-১ গোলে জিতে ফিরছে রোনালদোর আল-নাসের Oct 22, 2025
img
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৪ Oct 22, 2025
কেয়ামত কি আসলেই খুব কাছে Oct 22, 2025
৪৫ বছর আগের শাড়ি পরে জয়ার আবেগের মুহূর্ত! Oct 22, 2025
দেবরের প্রেমে শ্রীদেবী, মাধুরীর ভাগ্য বদল! Oct 22, 2025
img
এল ক্লাসিকোর আগে সুখবর পেল বার্সেলোনা Oct 22, 2025
আগামীকাল ধার্য হতে পারে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ Oct 22, 2025
সেনাবাহিনীকে গালি না দেওয়ার অনুরোধ আযমীর Oct 22, 2025
ভোলার চরফ্যাশনে মক্তবঘর দখলের অভিযোগ - কি বলছেন স্থানীয়রা Oct 22, 2025
নির্বাচন এমন প্রতিযোগিতা যেখানে চেয়ার একটা! Oct 22, 2025
img
নভেম্বরে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বিগ বাজেট ছবি! Oct 22, 2025
img
পররাষ্ট্র উপদেষ্টার কা‌ছে আইএলও'র নবনিযুক্ত প্রতি‌নি‌ধির পরিচয়পত্র পেশ Oct 22, 2025
img
বিশ্বে মূল্যায়ন হয় কাজে, নোবেল নয় : মাসুদ কামাল Oct 22, 2025
img
৪ উইকেট হারিয়ে ২৩ রানের লিড নিয়ে ৩য় দিন শেষ করলো পাকিস্তান Oct 22, 2025
img
বজ্রসহ বৃষ্টির আভাস যে তিন বিভাগে Oct 22, 2025
img
প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নিয়ে সরকারের ১২ নির্দেশনা, প্রজ্ঞাপন জারি Oct 22, 2025