শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করছেন অ্যাটর্নি জেনারেল

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন জনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তিনি যুক্তি উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই হত্যাযজ্ঞ চালানো হয়েছে। শেখ হাসিনাসহ আসামিদের শাস্তি দিতে না পারলে শহিদ ও আহতদের প্রতি অবিচার করা হবে।

এ মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন শেষে সমাপনী বক্তব্য দেবেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

গতকাল বুধবার বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, এ মামলায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) এবং উপস্থিত রাজসাক্ষী (আসামি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। প্রসিকিউশনের পক্ষে আমরা জবাব দেবো। তবে কিছু অংশ আমরা উপস্থাপন করে জবাব দিয়েছি। চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন। এরপর আনুষ্ঠানিকভাবে এ মামলার রায়ের জন্য দিন ধার্য হবে।

ওই দিন বিকেল সোয়া ৩টার পর আসামিপক্ষে যুক্তিতর্ক শেষ করেন স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন। টানা তিনদিনের যুক্তি উপস্থাপন শেষে নিজের মক্কেলদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন করেছেন তিনি।

দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার যুক্তিতর্ক চলে।

সাক্ষীদের জবানবন্দি নিয়ে বুধবার যুক্তি খণ্ডন করেন আমির হোসেন। বিশেষত রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ গুরুত্বপূর্ণ কয়েকজনের সাক্ষ্য সামনে আনেন।

একইসঙ্গে তাদের দেওয়া সাক্ষ্য প্রত্যাখ্যান করেন। এমনকি অন্যের ঘাড়ে বন্দুক রেখে এ মামলার রাজসাক্ষী মামুন বাঁচতে চাইছেন বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া মাহমুদুর রহমান ভিন্ন মতাদর্শী হওয়ায় শেখ হাসিনাকে দেখতে পারেন না বলেই জবানবন্দি দিয়েছেন। তবে তার সাক্ষ্য এ মামলায় প্রভাব পড়বে না বলেও যুক্তি দেখিয়েছেন এই আইনজীবী। পরে যুক্তি উপস্থাপন করেন রাজসাক্ষী মামুনের আইনজীবী যায়েদ বিন আমজাদ। তিনিও মামুনের খালাস চেয়েছেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম, সুলতান মাহমুদসহ অন্যরা।


আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এআই নিয়ম কঠোর করার পরিকল্পনা করছে ভারত Oct 23, 2025
img
বৈষম্যহীন ন্যায়বিচার দাবি ‘আয়নাঘর’ থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের Oct 23, 2025
img
পাওলি দাম ফের আলোচনায়, এবার ত্রৈলোক্যতারিণী চরিত্রে Oct 23, 2025
img
একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ Oct 23, 2025
img
উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত Oct 23, 2025
img
গোপন কথা ফাঁস করলেন করণ, হতবাক জাহ্নবী Oct 23, 2025
img
আমার কোনো অনুশোচনা নেই: সাকিব Oct 23, 2025
img
চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত Oct 23, 2025
img
ছোট্ট দুয়াকে আদর করে কী নামে ডাকেন দীপিকার বোন? Oct 23, 2025
img
কাতার থেকে ব্যবহৃত যুদ্ধবিমান কেনার প্রস্তাব তুরস্কের Oct 23, 2025
img
বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের জামিন নামঞ্জুর Oct 23, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পরবর্তী আপিল শুনানি ২৮ অক্টোবর Oct 23, 2025
img
এক সিনেমার জন্য আরেকটি ছাড়লেন সাবিলা Oct 23, 2025
img
কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল Oct 23, 2025
img
দারুণ খেলেও সেঞ্চুরি মিস সাইফের Oct 23, 2025
img
তুলসীর চরিত্রে ফের স্মৃতি, সঙ্গে মিলছে বিশেষ অতিথি! Oct 23, 2025
img
টাস্কফোর্সের ৬ মাস সময় চাওয়া ‘অযৌক্তিক’: শিশির মনির Oct 23, 2025
img
জনগণের কথা রাখার দল বিএনপি : শামসুজ্জামান দুলু Oct 23, 2025
img
এখন ঘোষণা দিয়ে আ. লীগে যোগ দেওয়া সাহসের ব্যাপার : মোস্তফা ফিরোজ Oct 23, 2025
img
দুই ওপেনারের ফিফটিতে ঝড়ো শুরু বাংলাদেশের Oct 23, 2025