গত বছরের দীপাবলিতে নিজেদের কন্যার নাম প্রকাশ করেছিলেন বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। আর এবারের দীপাবলিতে তারা প্রথমবারের মতো সকলের সঙ্গে ভাগ করলেন ছোট্ট কন্যা দুয়ার মুখের মিষ্টি মুহূর্ত। মা-বাবার সঙ্গে উৎসব উদ্যাপনে ব্যস্ত ছোট্ট দুয়া নজর কেড়েছেন অনুরাগীদের।
ছবিতে দেখা যায়, মায়ের সঙ্গে রং মিলিয়ে সেজেছে দুয়া। দীপিকা ও দুয়ার পরনে লাল চুড়িদার, সঙ্গে মানানসই সোনার গয়না। দীপিকার মাথার দু’দিকে ঝুঁটি বেঁধে রেখেছেন মা, অন্যদিকে বাবার পরনে সাদা ও ঘিয়ে রঙের শেরওয়ানি। ছবিতে ছোট্ট দুয়া হাসছে, কখনও আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে। বাবা-মা মেয়েকে আদরে মুড়ে রেখেছেন।
ছবিগুলি সামাজিক মাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয় অনুরাগীদের আলোচনা। খুদে দুয়াকে কার মতো দেখতে? বাবা না মা? অনুরাগীরা মুহূর্তেই মন্তব্য করতে শুরু করেন। তারই মাঝে দীপিকার বোন আন পাড়ুকোনের মন্তব্য সকলের মন কাড়ে। তিনি লিখেছেন, “আমার হৃদয়ের টুকরো, আমার টিঙ্গু।” আনিশা মন্তব্যে অনুরাগীদের ভালোবাসার বন্যা বয়ে যায়। কেউ লেখেন, “দুয়া কী মিষ্টি!” আবার কেউ সরাসরি অনিশাকে প্রশ্ন করেন, “মায়ের মতোই কি দুয়াও দুষ্টু?”
রণবীর ও দীপিকা মিষ্টি পরিবারের আনন্দময় মুহূর্তগুলো ভাগ করে নিয়ে অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। এই প্রকাশ্যে আসার মধ্য দিয়ে বলিউড দম্পতির পরিবার এখন আরও প্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে।
আরপি/এসএন