প্রায় ৫০০ কোটি টাকার ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার সাবেক ম্যানেজার রফিকুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুদক সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়।
আসামিরা হলেন, ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক শাখা ব্যবস্থাপক ডি এম রফিকুল ইসলাম, ডেকিং স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামছুল ইসলাম খান, পরিচালক ফারুক হোসেন, নজরুল ইসলাম, ন্যাশনাল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ফয়সাল জোবায়ের, প্রিন্সিপাল অফিসার মাহফুজুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার তাসলিমা আক্তার, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আখতার উজ-জামান, মাহমুদ আল হাসান, রোজিনা এন্টারপ্রাইজের মালিক আবু রায়হান, জিও স্টিল (বিডি) মালিক জিয়াউর রহমান ও পরিচালক শারমিন নিগার খানম।
জানা গেছে, দণ্ডবিধির ১৮৬০ এর ৪০৯, ৪২০, ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও 8 (৯ ) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
টিজে/টিকে