ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম বুথের সার্বিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে ৮ সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে কমিটি অনুমোদন দিয়েছেন।
সচিব মশিউর রহমান খান জানান, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে পানির এটিএম বুথগুলোর স্বাভাবিক কার্যক্রম মাঠ পর্যায়ে পরিদর্শন করবে এই কমিটি। পাশাপাশি সার্ক কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষক এবং সুপারিশ দেবে তারা।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির উপ ব্যবস্থাপনা পরিচালককে এবং সদস্য সচিব করা হয়েছে ওয়াটার এটিএম বুথের কো-অর্ডিনেটরকে।
পাশাপাশি কমিটির বাকি সদস্যরা হলেন– ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী, বাণিজ্যিক ব্যবস্থাপক, সচিব, মডস সার্কেল ‘ঙ’-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পানি সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং ডেপুটি চিফ ফিন্যান্স অফিসার।
আরপি/এসএন