হার দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল ভারত। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না শুভমান গিলের দলের সামনে। এমন ম্যাচেও সুবিধা করতে পারেনি সফরকারীরা। অজিদের কাছে ২ উইকেটে হেরে এক ম্যাচ আগেই সিরিজ খুইয়েছে ভারত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা ভারত রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারের ফিফটিতে ২৬৪ রানের লড়াকু পুঁজি পায় ভারত। এই ম্যাচেও গোল্ডেন ডাক মারেন বিরাট কোহলি। প্রথম ওয়ানডেতেও রানের খাতা খুলতে ব্যর্থ হন এই তারকা ব্যাটার।
১৭ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর ১১৮ রানের জুটি গড়েন রোহিত ও আইয়ার। ৯৭ বলে ৭টি চার ও ২টি ছক্কায় করেন ৭৩ রান করেন রোহিত। তার সঙ্গে দারুণ জুটি গড়ে শ্রেয়াস আইয়ার খেলেন ৭৭ বলে ৭টি চারে ৬১ রানের ইনিংস।
লোয়ার অর্ডারে অক্ষর প্যাটেল ৪১ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে লড়াকু পুঁজি এনে দেন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে ভারত। অজিদের পক্ষে অ্যাডাম জ্যাম্পা ৪টি ও জাভিয়ের বার্টলেট নেন ৩টি উইকেট।
২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৪ রানের মধ্যে দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ম্যাথু শর্ট ও ম্যাট রেন’শ গড়েন ৫৫ রানের জুটি। ৩০ বলে ৩০ রান করে রেন’শ আউট হলেও ৭৮ বলে দলীয় সর্বোচ্চ ৭৪ রান করেন শর্ট।
পাঁচে নামা অ্যালেক্স ক্যারি রান না পেলেও ছয় নম্বরে নামা কুপার কনোলি ৫৩ বলে ৬১ রানের হার না মানা ইনিংস খেলেন। অন্যদিকে ২৩ বলে ৩৬ রান করে দলের জয় সহজ করেছেন অলরাউন্ডার মিচেল ওয়েন। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে শঙ্কা বাড়ালেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
টিজে/টিকে