অ্যামাজন এমজিএম স্টুডিওস তাদের আগামী ক্রাইম থ্রিলার ফিল্ম ‘ক্রাইম ১০১’ এর প্রথম ট্রেলার প্রকাশ করেছে। লস এঞ্জেলেসের ১০১ হাইওয়ের পটভূমিতে নির্মিত এই সিনেমার কেন্দ্রে আছেন বিশ্বখ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ, যিনি এবার একজন রহস্যময় চোরের চরিত্রে অভিনয় করেছেন।
ফিল্মের গল্পে, হেমসওয়ার্থের চরিত্র একজন দক্ষ ও অভিজ্ঞ চোর, যার লক্ষ্য এক জীবনে সবচেয়ে বড় ডাকাতি করে তা তার শেষ কাজ হিসেবে শেষ করা। এই দুর্ধর্ষ পরিকল্পনার পথে তার সাক্ষাৎ ঘটে হতাশ একজন বীমা ব্রোকারের সঙ্গে, যার ভূমিকায় আছেন হ্যালি বেরি। দুজনের জীবন ও উদ্দেশ্যের মিলনে উঠে আসে এক অনন্য সংঘর্ষ ও সহযোগিতার গল্প।
‘ক্রাইম ১০১’ এর লেখক ও পরিচালক বার্ট লেইটন, যিনি পূর্বে আমেরিকান অ্যানিম্যালস ও দ্য ইম্পোস্টার এর মতো সিনেমার জন্য পরিচিত। হেমসওয়ার্থ ও হ্যালি বেরির পাশাপাশি সিনেমাটিতে দেখা যাবে ব্যারি কিয়োগান, মনিকা বার্বারো, কোরি হকিন্স, জেনিফার জেসন লি ও নিক নোল্টের মতো জগত বিখ্যাত তারকাদের।
এই সিনেমাটি অ্যামাজন এমজিএম স্টুডিওসের উপস্থাপনায়, ওয়ার্কিং টাইটেল, র’ ও ওয়াইল্ড স্টেট প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত। ফিল্মটি ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে।
টিজে/টিকে