গত বছরের অক্টোবর মাসে এক মর্মান্তিক দুর্ঘটনায় গুলিবিদ্ধ হন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। আহত হয়ে গুরুতর অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। গোবিন্দর পায়ে গুলি লাগে এবং এরপর তার হাঁটুর ওপর জরুরি অস্ত্রোপচারও করা হয়। তবে এই ভয়াবহ ঘটনার পরেও গোবিন্দ কখনো তার অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেননি। সম্প্রতি গোবিন্দর কন্যা টিনা আহুজা প্রথমবারের মতো সেই দিনের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ করেছেন।
টিনা জানান, গুলির আঘাতের পর গোবিন্দর সাদা পোশাক রক্তে ভিজে গিয়েছিল। টিনা বলেন, সেই মুহূর্তটা আমি কখনও ভুলতে পারব না। আমি তখন শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, যেন বাবা সুস্থ হয়ে যান। প্রথম কয়েকদিন আইসিইউতে থাকতে হয়েছিল। বাবা তেমন কিছু জানতেন না, তবে ধীরে ধীরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হতে থাকে।
টিনা আরও বলেন, বাবার এই পরিস্থিতি দেখে আমি খুব দুঃখিত ছিলাম। বাবা খুব কড়া এবং তিনি ওষুধ নিয়েও প্রচুর বাছবিচার করতেন। স্যালাইন নিতে চাইছিলেন না, অ্যান্টিবায়োটিকও নিতে চাইছিলেন না। এসব দেখে মন খারাপ হয়ে যাচ্ছিল। একদিকে বাবা, যে কিছুদিন আগে কলকাতায় অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, অন্যদিকে এই দুঃসহ পরিস্থিতি।
টিনা বলেন, সিনেমায় যেমন বাবা একে একে বিভিন্ন চরিত্রে সাজেন, ঠিক তেমনই সেদিনও সাদা প্যান্ট, সাদা টি-শার্ট আর সাদা জ্যাকেট পরেছিলেন। গুলির আঘাতে তার সাদা জিন্স সম্পূর্ণ লাল হয়ে গিয়েছিল। কিন্তু বাবার লড়াই করার সাহস দেখে আমি মুগ্ধ। আমি তাকে বলেছিলাম, তুমি সত্যিই একজন যোদ্ধা, তোমার সাহস দেখিয়ে তুমি আবার আমাদের মাঝে ফিরেছো।
এ ছাড়া টিনা জানালেন, হাসপাতাল থেকে বাবাকে সুস্থ করে তোলার জন্য ঈশ্বরের কাছে প্রতিদিন প্রার্থনা করেছেন তিনি।
বাবার ফিরে আসার পরে, শুধু এইটুকুই চাওয়া ছিল এবং ঈশ্বরের কৃপায় তিনি ফিরে এসেছেন, বলেন টিনা।
ইএ/টিকে