ফিটনেসের সমস্যায় ভুগছেন বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে। রেয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা নিয়ে জেগেছে অনিশ্চয়তা। লা লিগায় আগামী রোববার মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় শুরু হবে মাঠের লড়াই।

স্প্যানিশ ক্রীড়া পত্রিকা স্পোর্তের খবর, বৃহস্পতিবার ও শুক্রবার অনুশীলন করেননি ২৬ বছর বয়সী কুন্দে। মাদ্রিদে তাকে পাওয়া যাবে কিনা, এখনও নিশ্চিত নয়। যদিও কুন্দকে নিয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি বার্সেলোনা। তবে তার অনুশীলনে অনুপস্থিত থাকা কাতালান ক্লাবটির কোচ হান্সি ফ্লিকের জন্য নিঃসন্দেহে দুশ্চিন্তার। কারণ চোটের কারণে ম্যাচটি থেকে আগেই ছিটকে গেছেন হোয়ান গার্সিয়া, রবের্ত লেভানদোভস্কি, গাভি ও দানি ওলমোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা।
বার্সেলোনার শুক্রবারের অনুশীলনে ছিলেন টিনএজার চাভি এস্পার্ত। কুন্দে ছিটকে গেলে ক্লাসিকো ম্যাচের দলে জায়গা পেতে পারেন ১৮ বছর বয়সী স্প্যানিশ রাইট-ব্যাক। একটি স্বস্তির সংবাদ অবশ্য আছে বার্সেলোনা সমর্থকদের জন্য। শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেছেন ফ্রেঙ্কি ডি ইয়ং।
এই ডাচ মিডফিল্ডার বৃহস্পতিবার অনুশীলনের জন্য সকালে মাঠে গেলেও অসুস্থ বোধ করায় অনুশীলন শুরুর আগেই ফিরে গিয়েছিলেন। ৯ ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ।
এবি/টিকে