পাকিস্তানকে ছাড়াই ভারতের রাচিতে চলছে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আজ নারী ও পুরুষ ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কোনো অ্যাথলেটই পদক পাননি।
বাংলাদেশে কয়েকবারের দ্রুততম মানবী শিরিন আক্তার। ঘরোয়া পর্যায়ে তার নানা পদক ও অর্জন থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে সেই অর্থে তেমন কোনো সাফল্য নেই। আজ সাফ অ্যাথলেটিক্স ১০০ মিটার নারী স্প্রিন্ট ইভেন্টের হিটে তিনি দৌড়ই শেষ করেননি। কয়েক মিটার দৌড়ে ট্র্যাক থেকে বেরিয়ে যান।
কিছু দিন আগে সমাপ্ত জাতীয় অ্যাথলেটিক্সে শিরিনকে হারিয়ে সুমাইয়া দেওয়ান দ্রুততম মানবী হয়েছিলেন। সুমাইয়া প্রাথমিক পর্ব পেরিয়ে ফাইনালে উঠেছিলেন। ফাইনালে ১২.৩৫ সেকেন্ড দৌড়ে আট জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতা ভারতের শিভাকিকের টাইমিং ১১.৭৮।
১০০ মিটার পুরুষ স্প্রিন্ট ইভেন্টের ফাইনালে উঠেছিলেন বাংলাদেশের সাবেক দ্রুততম মানব মো. ইসমাইল। তার সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক স্প্রিন্টার মোতালেব। দুইজনই ১০.৮৪ সেকেন্ড টাইমিং করেছেন। সমান টাইমিং করলেও মোতালেব পঞ্চম আর ইসমাইল ষষ্ঠ হন। এই ইভেন্টে ব্রোঞ্জ জেতা ভারতের হারষ রাওত সময় নিয়েছেন ১০.৪২ সেকেন্ড। সাফ অ্যাথলেটিক্সে বাংলাদেশের স্প্রিন্টারদের চিত্র ফুটে উঠেছে। জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে এসএ গেমসে স্বর্ণজয়ের আশা ব্যক্ত করলেও বাস্তবিক অর্থে তাদের টাইমিং ব্রোঞ্জ থেকেও অনেক দূরে।
ইউটি/টিএ