ছেলেদের কাভা কাপ-২০২৫ ভলিবল আসরে পরপর দুটি ম্যাচে অসাধারণ জয় তুলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই সেটে জয় তুলে পরবর্তী দুই সেটে হেরে যায় বাংলাদেশ। তবে পঞ্চম সেট জিতে ম্যাচ নিজেদের করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর দুটি ম্যাচ জয়ের পর বাংলাদেশের ভলিবল অধিনায়ক হরোশিত বিশ্বাস দর্শকদের মিরপুরে খেলা দেখতে আসার আহ্বান জানিয়েছেন।
প্রথম দুই সেট জিতে আবার পরের দুই সেটে হার, বাংলাদেশের খেলায় ঘাটতি আছে কিনা এমন প্রশ্নে হরোশিত বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘ঘাটতি বলতে কিছু না, এটা ভলিবল খেলার একটা অংশ। কারণ আমরা সবসময় দেখি বিশ্বের সব দেশের ভলিবল খেলাতেই উত্থান-পতন কাজ করে। তখন ভালো-খারাপ এটা বলা খুব কঠিন হয়ে যায়।’
‘দুই দল যখন সময় নেয় তখন খেলা আপ-ডাউন করে। একটা দল ভালো খেলে, আরেকটি দল খারাপ করে। যখন খেলা প্রতিপক্ষের দিকে চলে যায়, খেলোয়াড়েরা স্বাভাবিকভাবে স্নায়ু চাপে পড়ে। এই চাপ যারা উৎরাতে পারে তারাই জিতে। আমাদের সব খেলোয়াড় নতুন, আশা করি সবাই ভালো খেলেছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের অভিজ্ঞতা ফাইনালে উঠতে পারলে সেখানে কাজে লাগাতে চান বাংলাদেশ অধিনায়ক। বলেছেন, ‘এই ম্যাচের মূল্যায়ন আমার কাছে বিশাল। আমার এ খেলায় পাঁচ সেটে যাওয়া মানে ভালো অভিজ্ঞতা। যদি আমরা ফাইনালে উঠতে পারি এই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। এটা আমাদের জন্য বড় একটি ব্যাপার।’
বাংলাদেশের জাপানিজ কোচ রায়ান মাসাজেদির জন্মদিন আজ। জয়টা তাই কোচকেই উৎসর্গ করলেন হরোশিত। বলেন, ‘এ জয় আমাদের কোচকে উৎসর্গ করছি। আমরা গতকাল তার জন্মদিন উপলক্ষ্যে কেক কেটেছি। আজকে আমরা তার নির্দেশনায় যেভাবে খেলছি, আমরা মনে করি অবশ্যই এটা আমাদের জন্য বড় একটি পাওয়া। কোচ আমাদের অনেক সমর্থন দিয়েছেন। আপনারা দেখেছেন মাঝে মাঝে কোচের তথ্যে আমাদের অনেক কাজ হয়েছে। ব্লক লাইন, ডিফেন্স লাইন আমাদের খুব ভালো হয়েছে এবং পাশাপাশি তার পরামর্শ কাজে লেগেছে।’
সবশেষ দর্শকদের ম্যাচ দেখতে আহবান জানান লাল-সবুজের অধিনায়ক। বলেছেন, ‘দর্শক হচ্ছে খেলার প্রাণ। দর্শকরা যেভাবে আমাদের সমর্থন দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাই তাদের। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, অবশ্যই মিরপুরে খেলা দেখতে আসবেন, আমাদের সমর্থন দিবেন। আমরা ভালো খেলা উপহার দিব বাংলাদেশের সমর্থকদের।’
ইউটি/টিএ